Advertisement

WB Govt Employees Bonus : রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ঘোষণা হল বোনাস; কত টাকা পাবেন?

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। অ্যাড হক বোনাস ঘোষণা করা হল নবান্নর তরফে। সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও এই টাকা পাবেন। সরকারের তরফে জানানো হয়েছে, মুসলিম কর্মীরা ইদের আগে তা পাবেন।

File Photo File Photo
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Mar 2025,
  • अपडेटेड 9:49 PM IST
  • রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর
  • অ্যাড হক বোনাস ঘোষণা করা হল নবান্নর তরফে

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর। অ্যাড হক বোনাস ঘোষণা করা হল নবান্নর তরফে। সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও এই টাকা পাবেন। সরকারের তরফে জানানো হয়েছে, মুসলিম কর্মীরা ইদের আগে, হিন্দুদের দুর্গাপুজোর আগে এই বোনাসের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। 

সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের যেসব কর্মীর বেতন ৪৪ হাজার টাকার কম তাঁদের এই বোনাস দেওয়া হবে। এর বেশি বেতন হলে বোনাস মিলবে না। বেতনের সঙ্গে ৬,৮০০ টাকা পাবেন সরকারি কর্মীরা। চলতি বছরের ৩১ মার্চের পরে যাঁদের বেতন ৪৪ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে, তাঁরাও এই বোনাস পাবেন। যে সব অস্থায়ি কর্মীরা ১২০ দিন কাজ করেছেন তাঁরাও বোনাসের যোগ্য। 

কর্মীদের বেতন অনুযায়ী একটি নির্দিষ্ট ফর্মুলা অনুসরণ করে বোনাসের অঙ্ক নির্ধারিত হবে। অর্থাৎ সবাই ৬,৮০০ টাকা পাবেন না। তবে সর্বোচ্চ এই টাকা পাওয়া যাবে। 

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৫ সালের ৩১ মার্চের পরে যে সরকারি কর্মীদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার বেশি হলেও ৫২ হাজার টাকার কম,তাঁরা ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সেজন্য কোনও সুদ দিতে হবে না। সর্বোচ্চ ১০ মাসের কিস্তিতে সেই টাকা শোধ করতে হবে। বেতন থেকে টাকা কেটে নেওয়া হবে। 


প্রসঙ্গত, এবার এই বোনাসের পরিমান বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে। এতদিন পর্যন্ত ৬ হাজার টাকা পেতেন সরকারি কর্মীরা। গতবার ৫৩০০ টাকা থেকে এক ধাক্কায় ৭০০ টাকা বাড়ানো হয়েছিল। 

জানা যায়, ২০০২ সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বোনাস হিসেবে ১০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এর প্রতিবাদে মহাকরণে বিক্ষোভও দেখানো হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই বোনাস বাড়ানো হয়েছে প্রায় প্রতি বছর। 

Read more!
Advertisement
Advertisement