Advertisement

Bengal Ration Card Deactivation: বায়োমেট্রিক শুরু হতেই পর্দাফাঁস! বাংলায় নিষ্ক্রিয় এত কোটি রেশন কার্ড

এর মধ্যে বহু গ্রাহক দাবি করেছেন, তাঁদের বৈধ রেশন কার্ড থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এর ফলে রেশন পাচ্ছেন না। তাঁরা রেশন দোকানে এসে অভিযোগ করছেন।

নিষ্ক্রিয় রেশন কার্ড। নিষ্ক্রিয় রেশন কার্ড।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2022,
  • अपडेटेड 8:20 PM IST
  • ১ কোটি ১৪ লক্ষ রেশন কার্ড নিষ্ক্রিয়।
  • বৈধ রেশন প্রাপক রয়েছেন বলেও দাবি।
  • খাদ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে।

বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন চালু হওয়ার ফল মিলতে শুরু করেছে। একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড সনাক্ত করা হয়েছে। গত ৮ মাসে নিষ্ক্রিয় হয়েছে ১ কোটি ১৪ লক্ষ রেশন কার্ড। সরকারি নিয়ম অনুযায়ী রেশন কার্ড নিষ্ক্রিয় থাকলে রেশন পান না গ্রাহকরা। এর মধ্যে অনেক বৈধ রেশন কার্ড বলেও দাবি। ওই গ্রাহকরা রেশন পাচ্ছেন না। তাঁরা রেশন দোকানে এসে অভিযোগ করছেন। বিষয়টি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নজরে আনা হয়েছে।        

খাদ্য দফতর সূত্রের খবর, সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত নিষ্ক্রিয় করা হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ১৩ হাজার ৭৫৫ রেশন কার্ড। এর প্রধান কারণ বায়োমেট্রিক ব্যবস্থার সূচনা। ২০২০ সাল থেকে রাজ্যে শুরু হয়েছে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন ব্যবস্থা। ই-পজে আঙুলের ছাপ দিয়ে চাল, গম তুলতে হচ্ছে গ্রাহককে। রেশন কার্ডের সঙ্গে যুক্ত হয়েছে আধার। ফলে একই নামে একাধিক রেশন কার্ড থাকলে ধরা পড়ে যাচ্ছে। তাছাড়া কারও মৃত্যু হলেও কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বলে খবর। 

কলকাতা উত্তরে নিষ্ক্রিয় হয়েছে ২,৩৬,১৩৪ রেশন কার্ড। ২,৫৮,০২৬ রেশন কার্ড নিষ্ক্রিয় উত্তর কলকাতায়। হাওড়ায় সংখ্যাটা ৫,৯৮,৯১০। মালদহ ও মুর্শিদাবাদের মতো সীমান্ত এলাকায় রেশন কার্ড নিষ্ক্রিয় হয়েছে যথাক্রমে ১০,৯২,৬২০ এবং ৮,৬২,৯০৪।     

আরও পড়ুন

এর মধ্যে বহু গ্রাহক দাবি করেছেন, তাঁদের বৈধ রেশন কার্ড থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এর ফলে রেশন পাচ্ছেন না। তাঁরা রেশন দোকানে এসে অভিযোগ করছেন। জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার্সের সাংগঠনিক সম্পাদক নাসিম হোসেইন হালদারের কথায়,'কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী ই-পজ মেশিনে আঙুলের ছাপ মিলিয়ে রেশন দেওয়া হচ্ছে। আঙুলের ছাপ না মিললে ওটিপির মাধ্যমে দেওয়ার কথা। সেই ওটিপি, আধার কার্ড নম্বর থাকলেও অনেক ক্ষেত্রে রেশন দেওয়া হচ্ছে। কার্ড নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।' রেশন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন,'রেশন দোকানে এসে ঝামেলা করছেন বৈধ গ্রাহকরা। খাদ্য দফতরকে নিষ্ক্রিয় কার্ড নিয়ে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যজুড়ে ৪৬ লক্ষ বৈধ গ্রাহক রেশন পাচ্ছেন না বলে অভিযোগ। পরিস্থিতি কী সেটা সহজেই বোঝা যাচ্ছে।'

Advertisement

খাদ্য দফতরের এক আধিকারিকের কথায়, অনেক কার্ডের মালিকই মারা গিয়েছেন। এর সঙ্গে ভুয়ো এবং এক ব্যক্তির নামে একাধিক কার্ড থাকায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আর বৈধ হলে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। আধার কার্ড, মোবাইল নম্বর ও হাতের আঙুলের ছাপ দিয়ে নিষ্ক্রিয় রেশন কার্ড সক্রিয় করতে পারবেন গ্রাহকরা।     

Read more!
Advertisement
Advertisement