Advertisement

ITR Filing 2024: ITR ফাইল করার পর ভেরিফাই না করলে কী কী অসুবিধে হতে পারে? জানুন

আয়কর রিটার্ন (ITR) ফাইল করা সম্পূর্ণ ট্যাক্স ফাইলিং প্রক্রিয়ার একটি অংশ মাত্র। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইটিআর যাচাই করতে হবে।

income tax returnincome tax return
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Jul 2024,
  • अपडेटेड 5:24 PM IST
  • আয়কর রিটার্ন (ITR) ফাইল করা সম্পূর্ণ ট্যাক্স ফাইলিং প্রক্রিয়ার একটি অংশ মাত্র
  • গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইটিআর যাচাই করতে হবে

আয়কর রিটার্ন (ITR) ফাইল করা সম্পূর্ণ ট্যাক্স ফাইলিং প্রক্রিয়ার একটি অংশ মাত্র। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে  আইটিআর যাচাই করতে হবে। সাধারণত ৩০ দিনের মধ্যে তা করতে হয়। তবেই প্রক্রিয়াকে বৈধ বলে গণ্য করা হয়। 

আয়কর রিটার্ন ফাইল করার পর তা ঠিকভাবে হয়েছে কি না সেই সংক্রান্ত  তথ্য আধার ওটিপি, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাওয়া যায়। 

একবার আইটিআর যাচাই করার পর আয়কর বিভাগ তা পর্যালোচনা করে,  ইমেলের মাধ্যমে ধারা ১৪৩(১) এর অধীনে একটি তথ্য পেয়ে থাকেন। এই মাধ্যমে আইটিআর ফাইলকারী ব্যক্তি জানতে পারেন তিনি ঠিক প্রক্রিয়ায় আইটিআর ফাইল করছেন কি না। 

তবে আইটিআর ফাইলিংয়ের ভেরিফিকেশন অনেকে পান না। ফলে বিভ্রান্ত হয়ে পড়েন। অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, আইটিআর ফাইলিং যাচাইয়ের সবথেকে সহজ পদ্ধতি হল অনলাইন প্রক্রিয়া। তার কারণ, সহজেই অনলাইনে পুরো বিষয়টি জানা যায়। 


তবে আপনি যদি আইটিআর যাচাই না করেন তাহলে ফাইলিং অবৈধ বলে গণ্য করা হতে পারে। সেক্ষেত্রে জরিমানা বা এমনকি নোটিশও পেতে পারেন। 

কীভাবে ITR ই-ভেরিফাই করবেন?

অনলাইনে আইটিআর যাচাই করার জন্য একাধিক পদ্ধতি রয়েছে। নিজের পছন্দমতো তা নির্বাচন করে নিতে পারেন। যাচাই করার অন্যতম সহজ উপায় হল আধার ওটিপি। সেজন্য আপনার আপনার প্যান কার্ডের সঙ্গে ফোন নম্বর যুক্ত থাকতে হবে। তাহলে আইটিআর ফাইলিংয়ের পর যাচাইয়ের জন্য একটা ওটিপি আসবে। 

আর একটি পদ্ধতি হল ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড  বা EVC। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে যাচাই করা যেতে পারে। কোনও কোনও ব্যাঙ্ক এটিএম-এর মাধ্যমে  EVC দেয়। তবে এই প্রক্রিয়া খুব অল্প সংখ্যক মানুষই ফলো করেন। 

আইটিআর যাচাইকরণের সময়সীমা

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) রিটার্ন জমা দেওয়ার তারিখ থেকে শুরু করে, আগের ১২০ দিনের সময়কাল থেকে ITR যাচাইকরণের সময়সীমা ৩০ দিনে সংশোধন করেছে। ৩০ দিনের মধ্যে আপনার আইটিআর যাচাই না করা হলে আপনার রিটার্ন বাতিল হতে পারে। এমনকী সেজন্য জরিমানাও হতে পারে। 

Advertisement

এই সমস্যাগুলি এড়াতে করদাতাদের আইটিআর জমা দেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইন যাচাইকরণকে অগ্রাধিকার দেওয়া উচিত। সময়সীমা মিস হওয়ার ঝুঁকি কমাতে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করা এড়িয়ে চলুন।

Read more!
Advertisement
Advertisement