
আজ বুধবার সংসদে শুরু হল বাজেট অধিবেশন। তবে বাজেট পেশ কিন্তু আজ হবে না। প্রথা মেনে আগামী ১ ফেব্রুয়ারিই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার হলেও, ওই দিনই পেশ হবে বাজেট। ইতিমধ্যেই ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে হালুয়া উৎসব। প্রত্যেক বছর বাজেট পেশের আগে অর্থমন্ত্রকের রুদ্ধদ্বার কক্ষে এই উৎসব পালিত হয়ে থাকে। এই বছরও রীতি মেনে দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উপস্থিতিতে এই রীতি পালন করা হল।
কখন বাজেট পেশ করা হবে?
১ ফেব্রুয়ারি লোকসভায় বাজেট নিয়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বেলা ১১টায় তিনি বাজেট বক্তৃতা শুরু করবেন। এরপর পেশ করবেন ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেট।
কী ভাবে Live বাজেট পেশ দেখবেন?
বাজেট পেশ সংক্রান্ত সব খবর পেতে bangla.aajtak.in -এ নজর রাখতে পারেন পাঠকেরা। এছাড়াও, সংসদ টিভি, ডিডি নিউজ ও সংসদ টিভি-র ইউটিউব চ্য়ানেলেও ( https://www.youtube.com/channel/UCISgnSNwqQ2i8lhCun3KtQg ) বাজেট Live দেখতে পারবেন দর্শকেরা।
২০২৬-২৭ বাজেট নির্মলা সীতারমনের জন্যও গুরুত্বপূর্ণ
এবারের বাজেট একাধিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোদ নির্মলা সীতারমনের জন্যও এটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ, বাজেট নিয়ে কার্যত এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হলে এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। এই রেকর্ডের ফলে প্রায় মোরারজি দেশাইকে ছোঁয়ার একেবারে কাছে এসে গিয়েছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এখন পর্যন্ত মোট ১০ বার বাজেট পেশ করেছেন। তবে তাও তিনি করেছিলেন ভেঙে ভেঙে দুই ধাপে। কিন্তু নির্মলা সীতারমন অন্তর্বতীকালীন বাজেট-সহ টানা মোট নবম বার বাজেট পেশ করতে চলেছেন।