Advertisement

২১৩২ টাকা থেকে ৪২৫, কেন ৮০ শতাংশ পড়ল Kotak Mahindra Bank-এর শেয়ার?

হঠাৎ খুবই খারাপ অবস্থা Kotak Mahindra Bank-এর। এই ব্যাঙ্কের শেয়ারের দাম বুধবার ৮০ শতাংশ নীচে চলে গিয়েছে। এটার দাম মঙ্গলবার ছিল ২১৩২ টাকা। সেটা বুধবার ৪২৫.০৫ টাকায় পৌঁছে গিয়েছে। আর এমনটা হয়েছে ব্যাঙ্কের একটি সিদ্ধান্তের জন্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোট্যাক মহিন্দ্রা ব্যাঙ্ককোট্যাক মহিন্দ্রা ব্যাঙ্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2026,
  • अपडेटेड 1:12 PM IST
  • হঠাৎ খুবই খারাপ অবস্থা Kotak Mahindra Bank-এর
  • এই ব্যাঙ্কের শেয়ারের দাম বুধবার ৮০ শতাংশ নীচে চলে গিয়েছে
  • এটার দাম মঙ্গলবার ছিল ২১৩২ টাকা

হঠাৎ খুবই খারাপ অবস্থা Kotak Mahindra Bank-এর। এই ব্যাঙ্কের শেয়ারের দাম বুধবার ৮০ শতাংশ নীচে চলে গিয়েছে। এটার দাম মঙ্গলবার ছিল ২১৩২ টাকা। সেটা বুধবার ৪২৫.০৫ টাকায় পৌঁছে গিয়েছে। আর এমনটা হয়েছে ব্যাঙ্কের একটি সিদ্ধান্তের জন্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন কমল শেয়ারের দাম?

আসলে কোট্যাক মহিন্দ্রা ব্যাঙ্ক নিজেদের শেয়ার স্প্লিট করেছে। বুধবারই হয়েছে এই কাজ। এর ফলে কোট্যাক মহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার ১:৫ অনুপাতে স্প্লিট হয়েছে। এর সহজ অর্থ হল একটা শেয়ারের বদলে ৫টি শেয়ার পেলেন শেয়ার হোল্ডাররা।

বিশেষজ্ঞদের মতে, কোট্যাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারের ফেসভ্যালু ৫ টাকা, আর সেটা এখন থেকে প্রতিটা শেয়ারের জন্য ১ টাকা হয়ে যাবে। যাঁদের ডিম্যাট অ্যাকাউন্টে এই শেয়ার রয়েছে, তাঁরা প্রত্যেকেই এই অনুপাতে শেয়ার পাবেন। আর সবথেকে বড় কথা, এর সঙ্গে সরাসরি লাভ বা লোকসান হবে না।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

নভেম্বর ২১, ২০২৫ স্টক স্প্লিট করার সিদ্ধান্ত জানিয়েছিল কোট্যাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। নিজেদের ৪০ তম প্রতিষ্ঠা দিবসেই তাঁরা এই সিদ্ধান্ত নেন বলে খবর। এর ফলে রিটেল ইনভেস্টররা অনেক সহজে এই শেয়ার কিনতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত। সেই মতো ১৪ জানুয়ারি ২০২৬ স্প্লিট হয়ে যায় স্টক।

কোট্যাক ব্যাঙ্কের শেয়ারের অবস্থা

বুধবার কোট্যাক ব্যাঙ্কের শেয়ার ৪২৫.০৫ টাকায় শুরু করে। আর এই স্টকটাই নাকি ২১৩২ টাকায় ছিল মঙ্গলবার। অর্থাৎ বুধবার ৪০ শতাংশ পড়ে যায় এই শেয়ারের দাম।

আসলে এই ব্যাঙ্কের মার্কেট ক্যাপিটালাইজেশন ৪.২১ লক্ষ কোটি টাকা। আর সেই দামটা পড়ে যায় ১:৫ শেয়ার স্প্লিট হওয়ার ফলেই ঘটেছে। এখন এই স্টকটা মোটামুটি ৪২৫.৪০ টাকায় ট্রেড করছে।

স্টক স্প্লিটের আগে কী বলা হয়েছিল?

HDFC Securities কোট্যাক ব্যাঙ্কের একটা বিরাট লেভেল দিয়েছিল। এর দাম ২৫০০ টাকায় পৌঁছে যেতে পারে বলে মনে করছিল তাঁরা। তবে এখন আর তেমনটা হওয়ার আশা নেই বলে জানিয়ে দিয়েছে।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Read more!
Advertisement
Advertisement