প্রাইভেট সেক্টর এর YES ব্যাংক এক সময় ডুবে যাওয়ার কিনারায় দাঁড়িয়েছিল। এখন মনে হচ্ছে যেটি ফের চাঙ্গা হয়ে উঠছে এবং এই ব্যাংকের ভাল সময়ে ফিরে এসেছে। সম্প্রতি শেয়ারবাজারের ট্রেন্ড কিছু এমনই বলছে। এমন ব্যাংকের স্টক ৫ লাগাতার দ্বিতীয় দিন শেয়ার মার্কেটের রেকর্ড বানিয়ে ফেলেছে। কাল বুধবার যেখানে ১৩ শতাংশ জবরদস্ত উত্থান নজরে এসেছিল, সেই স্টক ১ বছরের নতুন রেকর্ড কায়েম করেছে।
দ্রুত বাড়ছে ইয়েস ব্যাঙ্কের শেয়ার
আজ এতটা উপরে এসেছে, ইয়েস ব্যাংকের স্টক বিএসইতে বুধবারের মোকাবিলায় দ্রুত বাড়তে থাকে। বৃহস্পতিবার ১৫ টাকা ৩০ পয়সা ছিল। তা দেখলে কিছুক্ষণের মধ্যেই তা ১৬ টাকা ২৫ পয়সা পৌঁছে যায় এবং ৫২ সপ্তাহের নতুন হাই লেভেলে পৌঁছে গিয়েছে। যদিও পরে বাজারে বিকিকিনি শুরু হওয়ার পর কিছুক্ষণ পর দ্রুততায় কিছুটা লাগাম তৈরি হয়। সকাল ১০.৫০ এ এই ব্যাংকের স্টক বিএসসিতে ৩.২৭ শতাংশ দ্রুততার সঙ্গে ১৫ টাকা ১৭ ব্যবসা করছে।
একদিন আগে এসেছে কোন রেকর্ড
এর আগে ইয়েস ব্যাংকের শেয়ার বিএসসি তে বুধবার ১২.৮৩ শতাংশ চলে যায়। এই শেয়ারের মূল্য কারবার সব সময় ১৪.৬ নয় টাকাতে বন্ধ হয়। যেখানে মঙ্গলবার ব্যাংকের শেয়ার ১৩ টাকায় বন্ধ হয়েছিল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ইয়েস ব্যাংকের শেয়ারের মূল্যতে বড় লাভ নজরে আসে। এনএসসিতে বুধবার ১৬.৯২ শতাংশ বেড়ে ১৫ টাকা ২০ পয়সা আছে বন্ধ হয়েছে।
একসময় ৪০০ টাকাতে বন্ধ হয়েছিল দা মূল্য ইয়েস ব্যাংকের শেয়ার
এই শেয়ারে কিছুদিন লাগাতার উত্থান দেখা যাচ্ছে। গত ছয় দিনে এনএসসিতে এই শেয়ারের মূল্য ২৬ শতাংশ বেড়েছে। নিজের সবচেয়ে ভালো সময়ে ইয়েস ব্যাংকের শেয়ার ঠিকঠাক উপরে চলে গিয়েছিল। গত পাঁচ বছরে এই শেয়ারের মূল্য দেখে দেখতে গেলে অগাস্ট ২০১৮ তে এটি প্রায় ৪০০ টাকার উপরে পৌঁছে গিয়েছিল। পরে বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার পর খারাপ সময় শুরু হয়ে যায়। এক সময় আরবিআই ইয়েস ব্যাংকের গ্রাহকদের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করে দিয়েছিল. তবে এখন মনে হচ্ছে ধীরে ধীরে ফের সুসময় ফিরছে ইয়েস ব্যাংকের।