রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পাওয়ার পথ প্রশস্ত হচ্ছে। এমনটাই মনে করছেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী ৩০ নভেম্বর আদালত অবমাননার শুনানি রয়েছে। এর আগে ৯ নভেম্বর আদালত অবমাননা মামলায় মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন রাজ্য ফাইল করেছে তা ত্রুটিপূর্ণ। সেই মামলার শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এও জানায়, ডিএ সংক্রান্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হলেও এখনও স্থায়ী নম্বর মেলেনি। তাই আদালত অবমাননার মামলা শুনতে কোনও বাধা নেই হাইকোর্টের। সেই ৩০ তারিখের শুনানির দিকেই তাকিয়ে সরকারি কর্মীরা।