গত কয়েকদিন ধরে সারা দেশ জুড়েই ওঠানামা করছে সোনা ও রূপোর দাম। গত এক সপ্তাহে ১ লক্ষ টাকা ছাড়িয়ে সোনার দাম আবার পুরনো দামে ফিরে এসেছে। ফলে সোমার দাম কমায় ক্রেতাদের মধ্যে ফিরেছে স্বস্তি। কারণ বিয়ের মরসুমে সোনার দোকানে ঢুকতে যারা ভয় পাচ্ছিলেন, তাঁরা কিছুটা হলেও আশ্বস্ত হবেন। সাপ্তাহিক ভিত্তিতে দাম কমেছে। এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম ১১০ টাকা কমেছে। রাজধানী দিল্লিতে প্রতি ১০ গ্রামে দাম ১,০০,০৮০ টাকায় নেমে এসেছে। সেইসঙ্গে ২২ ক্যারেট সোনার দাম ১০০ টাকা কমেছে।