নতুন মাস। আর মাসের প্রথম দিনেই বড়সড় সুখবর। সোনার দাম কমল।
বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সোনা-রুপোর প্রসঙ্গই। ফলে যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম প্রতি দিনই বদলায়, কখনও বাড়ে, তো কখনও বা কমে।
বেশ কয়েকদিন রেকর্ড বৃদ্ধির পরে লক্ষ্মীবারেই বাজারে কমেছে এই অমূল্য রতনের দাম। বেশ কয়েকদিন রেকর্ড বৃদ্ধির পরে ফের কমছে সোন-রূপোর দাম।
বুধবার 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম ছিল- 5 হাজার 585 টাকা।
বৃহস্পতিবার 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম কমে হয়- 5 হাজার 570 টাকা
অন্যদিকে, 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম ছিল- 55 হাজার 850 টাকা।
সেখানে বৃহস্পতিবার 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম কমে হয়- 55 হাজার 700 টাকা।
এবার বলবো 24 ক্যারেট সোনার দামের কর কত।
বুধবার 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম ছিল- 6 হাজার 93 টাকা।
বৃহস্পতিবার 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম কমে হয়- 6 হাজার 76 টাকা।
বুধবার 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম ছিল- 60 হাজার 930 টাকা।
সেই জায়গায় 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম কমে হয়- 60 হাজার 760 টাকা।
বিগত এক মাসেরও বেশি সময় ধরে নিম্নমুখী সোনা-রুপোর দর। গত মাসের শেষ সপ্তাহেও টানা তিনদিন ধরে কমেছিল সোনার দাম। যার ফলে বিক্রি-বাট্টাও বেশ বেড়েছে।
কাজেই এই তালে কিছুটা সোনা কিনেই রাখতে পারেন ভবিষ্যতের জন্য। এই সোনাই আপনার বিপদে একদিন কাজে আসবেই আসবে।