নতুন করকাঠামো চালু হওয়ার পরে অনেকেই বিভ্রান্ত। তাঁদের প্রশ্ন পুরোনো না নতুন, কোন কর কাঠামোতে তাঁরা কর দেবেন। বা দিলে লাভবান হবেন। অর্থাৎ নতুন না পুরোনো করকাঠামো, কোনটা বেশি লাভজনক আপনার জন্য।