ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে 'মাদার অফ অল ডিলস' বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রায় দুই দশক ধরে দফায় দফায় আলোচনা চলার পর অবশেষে এই চুক্তিতে পৌঁছল দুই পক্ষ। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তার মধ্যেই ভারত ও ইউরোপ একে অপরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে। এই চুক্তির ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের বিশাল ও এতদিন সুরক্ষিত বাজার ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের জন্য আরও বেশি খুলে যাবে। একই সঙ্গে ভারতীয় পণ্যের জন্য ইউরোপের বাজারেও নতুন সুযোগ তৈরি হবে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'গতকাল ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সারা বিশ্ব একে ‘মাদার অফ অল ডিলস’ বলে অভিহিত করছে। এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের লক্ষ লক্ষ মানুষের জন্য বড় সুযোগ এনে দেবে।' ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩৬.৫ বিলিয়ন ডলার।