সকলের মাথার ওপর ছাদ পাকা করতে বাজেটে PM Awas যোজনায় (PM Awas Yojana) বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট (Budget 2023) বক্তৃতায় দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে ঘর দেওয়ার বড় ঘোষণা করেছেন তিনি। PM Awas যোজনার বাজেট বরাদ্দ আগের তুলনায় ৬৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ফলে এই প্রকল্পে বাজেট বেড়ে হয়েছে ৭৯,০০০ কোটি টাকারও বেশি।