রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে তিনশোরও বেশি শূন্যপদে স্থাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে হাওড়া জেলার বিভিন্ন ব্লকে প্রচুর আশাকর্মী নিয়োগ করা হবে। এর পাশাপাশি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে শতাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। দুটি ক্ষেত্রেই আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। চলুন এই দুটি নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
প্রথমেই জেনে নেওয়া যাক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (KMC) নিয়োগ সম্পর্কে। কলকাতা কর্পোরেশনের বিভিন্ন হেলথ সেন্টারগুলিতে অনারারি হেলথ ওয়ার্কার পদে ১২৭ জনকে নিয়োগ করা হচ্ছে।
মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা যে কোনও বিবাহিত, বিবাহবিচ্ছিন্না বা বিধবা মহিলারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারেন।
এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই পদে নিযুক্তদের মাসে পারিশ্রমিক ৪,৫০০ টাকা।
ইচ্ছুক প্রার্থীদের https://www.kmcgov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্রের বয়ান জেনে নিয়ে ১৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিত আবেদন জানাতে হবে। আবেদনপত্র বিকেল ৪টের মধ্যে Municipal Commissioner, Kolkata Municipal Corporation, 5, S. N. Benarjee Road, Kolkata – 700013-এই ঠিকানায় পাঠাতে হবে।
এবার জেনে নেওয়া যাক হাওড়া জেলার আশাকর্মী নিয়োগ সম্পর্কে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে আশকর্মী নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগে মোট শূন্যপদের সংখ্যা ১৯১।
মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ করা যে কোনও বিবাহিত, বিবাহবিচ্ছিন্না বা বিধবা মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
ইচ্ছুক প্রার্থীদের https://www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্রের বয়ান জেনে নিয়ে ১৪ সেপ্টেম্বরের মধ্যে লিখিত আবেদন জানাতে হবে। হাওড়া জেলার স্থায়ী বাসিন্দারা (ইচ্ছুক প্রার্থীরা) বিডিও অফিসে গিয়ে তাঁদের আবেদনপত্র জমা দেবেন।