ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হলেই সীমান্ত রক্ষা বাহিনীতে (BSF) মোটা মাইনের চাকরির সুযোগ রয়েছে। কারণ, মোট ৭২টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
কনস্টেবল, হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে মোট ৭২ জনকে গ্রুপ-সি পদে নিয়োগ করছে সীমান্ত রক্ষা বাহিনী (BSF)। লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক, ডাক্তারি পরীক্ষার পর যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এবার জেনে নেওয়া যাক, কোন পদে কত জনকে নেওয়া হবে।
কনস্টেবল (জেনারেটর অপারেটর, জেনারেটর মেকানিক এবং লাইন ম্যান): মোট মোট শূন্যপদের সংখ্যা ৬৩টি। মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং ইলেক্ট্রিশিয়ান বা ওয়্যারম্যান বা ডিজেল বা মোটর মেকানিক ট্রেডের আইটিআই পাশ হলে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ২৭,১০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
কনস্টেবল (সিউয়ারম্যান): মোট মোট শূন্যপদের সংখ্যা ২টি। মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে প্রফেসিয়েন্সি টেস্টে সফল প্রার্থীরা সিউয়ারেজ মেন্টেন্যান্সে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ২৭,১০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
হেড কনস্টেবল (কার্পেন্টার এবং প্লাম্বার): মোট মোট শূন্যপদের সংখ্যা ৬টি। মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে অথবা সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর ডিএম গ্রেড-থ্রি: মোট শূন্যপদের সংখ্যা ১টি। মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ এবং ড্রাফটসম্যানশিপ (সিভিল) ইঞ্জিনিারিংয়ের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
আবেদনকারীদের বয়সসীমা: ২৯ ডিসেম্বর, ২০২১ তারিখের হিসেবে আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: উল্লেখিত মোট শূন্যপদগুলিতে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক, ডাক্তারি পরীক্ষার পর যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক সম্পর্কিত বিশদ তথ্যের জন্য https://rectt.bsf.gov.in/ ওয়েবসাইটে নজর রাখতে হবে।
ইচ্ছুক যোগ্য প্রার্থীদের আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে অলাইনে আবেদন জানাতে হবে। অনলাইনে https://rectt.bsf.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে হবে। এই নিয়োগের আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এর অফিসিয়াল ওয়েবসাইটে অথবা পিডিএফে।