Advertisement

শিক্ষা-দীক্ষা

ESIC Recruitment 2022: স্নাতকদের চাকরির সুযোগ দিচ্ছে ESIC, বেতন ৪৪,৯০০ টাকা!

Aajtak Bangla
  • 24 Mar 2022,
  • Updated 11:46 AM IST
  • 1/9

আপনি কি স্নাতক? কম্পিউটারের কাজ জানেন? তাহলে আপনার জন্য মোটা বেতনের চাকরির সুযোগ নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC)।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই কর্মী নিয়োগ করছে PNB, বেতন ২৮,১৪৫ টাকা

  • 2/9

ম্যানেজার গ্রেড-টু, সোশ্যাল সিকিউরিটি অফিসার, সুপারিনটেনডেন্ট পদে মোট ৯৩ জনকে নিয়োগ করবে এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC)।

  • 3/9

স্থায়ী পদে নিযুক্তদের দেশের যে কোনও অংশে এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের দফতরে কাজ করতে হবে।

  • 4/9

উল্লেখিত পদগুলিতে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা, যাঁদের এর সঙ্গেই অফিস স্যুট, ডেটাবেস সহ কম্পিউটারে কাজের জ্ঞান রয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন।

  • 5/9

ইচ্ছুক আবেদনকারীদের বয়স ১২ এপ্রিল, ২০২২ তারিখের হিসেবে ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

  • 6/9

এমপ্লয়িজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশনের উল্লেখিত পদগুলিতে নিযুক্তরা বেতন পাবেন লেভেল ৭ অনুযায়ী। নিযুক্তদের মাসিক বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।

  • 7/9

ম্যানেজার গ্রেড-টু, সোশ্যাল সিকিউরিটি অফিসার, সুপারিনটেনডেন্ট পদের প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, কম্পিউটার স্কিল টেস্ট আর ডেসক্রিপটিভ টেস্টের মাধ্যমে।

  • 8/9

পরীক্ষা বা আবেদনের ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে তফশিলি জাতি-উপজাতি, প্রতিবন্ধী, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, মহিলা অথবা প্রাক্তন সেনাকর্মী হলে এই ফি ২৫০ টাকা। ফি দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

  • 9/9

আবেদন করতে হবে ১২ এপ্রিলের মধ্যে অনলাইনে https://www.esic.nic.in-এই ওয়েবসাইটের মাধ্যমে। এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইটে অথবা পিডিএফ দেখুন।

Advertisement
Advertisement