Advertisement

শিক্ষা-দীক্ষা

FIS Recruitment Drive: ১০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে মার্কিন সংস্থা FIS

Aajtak Bangla
  • 05 Oct 2021,
  • Updated 12:51 PM IST
  • 1/6

ফিন্যান্সিয়াল টেকনোলজি লিডার FIS (NYSE:FIS) ভারতে ১২ মাস নিয়োগের কথা ঘোষণা করেছে, যাতে তার ভবিষ্যৎ বৃদ্ধির জন্য সব স্তরে বিভিন্ন ভূমিকায় ১০ হাজারেরও বেশি শূন্যপদ পূরণের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে।

  • 2/6

FIS-এর প্রায় এক-তৃতীয়াংশ কর্মীই এ দেশেই বসবাস করে এবং কাজ করে। এই নিয়োগের ব্যপারে FIS, গুরুগ্রাম, মোহালি, ইন্দোর, জয়পুর, নাগপুর, ম্যাঙ্গালোর, কানপুর, কোয়েম্বাটুর, তিরুবনন্তপুরম, জলন্ধর, সোলাপুর এবং গুয়াহাটির মতো রাজ্যের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন নিয়োগের উপর নজর দেবে। সফল আবেদনকারীদের মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, পুনে, ইন্দোর, মোহালি, গুরুগ্রামে FIS অফিসের নিয়োগ করা হবে।

  • 3/6

গুরুগ্রাম, মোহালি, ইন্দোর, জয়পুর, নাগপুর, ম্যাঙ্গালোর, কানপুর, কোয়েম্বাটুর, তিরুবনন্তপুরম, জলন্ধর, সোলাপুর, গুয়াহাটির শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সেরা পড়ুয়াদের তাঁদের যোগ্যতা অনুযায়ী সংস্থার বিভিন্ন দায়িত্বের ক্ষেত্রে নিয়োগ করা হবে।

  • 4/6

FIS, বিশ্বকে যে ভাবে অর্থ প্রদান করে, সেই ভাবে সংস্থা দেশজুড়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে যা ব্যাংক এবং বিনিয়োগের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। FIS-এ, কর্মচারীদের তাদের নিজস্ব প্রধান শিক্ষা কর্মকর্তা হওয়ার অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রশিক্ষণ, অভিজ্ঞ টিল লিডারদের সঙ্গে মেন্টরশিপ স্কিমের মাধ্যমে তাদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।

  • 5/6

FIS গত ১৮ মাসে একটি হাইব্রিড ওয়ার্কিং মডেল অথবা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল কাজের শিফটকে উৎসাহিত করে চলেছে যার ফলে কর্মীরা কোভিড-১৯ মহামারী চলাকালীন কর্মক্ষেত্রের পরিচিত পরিবেশ পরিবর্তিত হয়েছে। সংস্থার দাবি, এই হাইব্রিড ওয়ার্ক মডেল, কর্মীদের কর্ম-জীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিখুঁত ভাবে বজায় থাকে। একই সঙ্গে বাড়ে কর্মীদের উৎপাদনশীলতাও।

  • 6/6

সংস্থা তার কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে। কর্মীদের প্রত্যেকের জন্য করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করা, আরটি-পিসিআর কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করা, অ্যাম্বুলেন্স পরিষেবা, অক্সিজেন, হাসপাতালে ভর্তি, জটিল ওষুধের জোগানে টোল-ফ্রি হেল্পলাইন নম্বরও চালু করেছে। কর্মীদের প্রয়োজনে অন কল ডাক্তারের পরামর্শেরও ব্যবস্থা করা হয়েছে।

Advertisement
Advertisement