রাজ্যের স্নাতক, কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা যুবক-যুবতীদের জন্য চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছে IIT Kharagpur। একাধিক শূন্যপদে মোটা বেতনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে।
মোট ৪০টি শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT Kharagpur)। চলুন এই নিযোগ সম্পর্কে সবিস্তারে জেনে নিন...
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থী সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় ৩ বছরের রেগুলার কোর্সে স্নাতকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতার পারাপাশি আবেদনকারীদের মিনিটে ৩৫টি শব্দের গতিতে টাইপিংয়ের দক্ষতা এবং কম্পিউটারের বেসিক জ্ঞান (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ইত্যাদি) থাকা আবশ্যিক।
খড়্গপুর আইআইটির উল্লেখিত পদে আবেদনকারীদের বয়স ১৬ মার্চ, ২০২২ তারিখের হিসেবে ১৮ বছর থেকে থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (IIT Kharagpur) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের মূল মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা আর ট্রেড টেস্টের মাধ্যমে। এর পর আবেদনকারীদের নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা করা হবে। সমস্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে।
ইচ্ছু প্রার্থীরা ১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করবেন এই https://erp.iitkgp.ac.in ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইন আবেদনের আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখতে হবে।
আবেদনের ফি বাবদ প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে। অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। তফশিলি জাতি-উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে এই https://erp.iitkgp.ac.in ওয়েবসাইটে ক্লিক করুন।