Advertisement

শিক্ষা-দীক্ষা

IIT Kharagpur Recruitment 2022: কম্পিউটার জানা স্নাতকদের জন্য IIT খড়গপুরে চাকরির সুযোগ, বেতন ৬৯,১০০ টাকা!

Aajtak Bangla
  • 24 Feb 2022,
  • Updated 3:37 PM IST
  • 1/9

রাজ্যের স্নাতক, কম্পিউটারের বেসিক জ্ঞান থাকা যুবক-যুবতীদের জন্য চাকরির দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছে IIT Kharagpur। একাধিক শূন্যপদে মোটা বেতনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে।

  • 2/9

মোট ৪০টি শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT Kharagpur)। চলুন এই নিযোগ সম্পর্কে সবিস্তারে জেনে নিন...

  • 3/9

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থী সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় ৩ বছরের রেগুলার কোর্সে স্নাতকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

  • 4/9

শিক্ষাগত যোগ্যতার পারাপাশি আবেদনকারীদের মিনিটে ৩৫টি শব্দের গতিতে টাইপিংয়ের দক্ষতা এবং কম্পিউটারের বেসিক জ্ঞান (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ইত্যাদি) থাকা আবশ্যিক।

  • 5/9

খড়্গপুর আইআইটির উল্লেখিত পদে আবেদনকারীদের বয়স ১৬ মার্চ, ২০২২ তারিখের হিসেবে ১৮ বছর থেকে থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

  • 6/9

খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (IIT Kharagpur) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের মূল মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা।

  • 7/9

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা আর ট্রেড টেস্টের মাধ্যমে। এর পর আবেদনকারীদের নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা করা হবে। সমস্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে।

  • 8/9

ইচ্ছু প্রার্থীরা ১৬ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করবেন এই https://erp.iitkgp.ac.in ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইন আবেদনের আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখতে হবে।

  • 9/9

আবেদনের ফি বাবদ প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে। অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। তফশিলি জাতি-উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে এই https://erp.iitkgp.ac.in ওয়েবসাইটে ক্লিক করুন।

Advertisement
Advertisement