Advertisement

শিক্ষা-দীক্ষা

Color Of Success In Interview: ইন্টারভিউতে পোশাক খুবই গুরুত্বপূর্ণ, কোন রং পরে গেলে চাকরির সম্ভাবনা বেশি ? জানুন

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Aug 2022,
  • Updated 6:01 PM IST
  • 1/8

যে কোনও চাকরি পাওয়ার জন্য সবার প্রথমে দিতে হয় ইন্টারভিউ। ১৫ থেকে ২০ মিনিট সময় আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হয় ইন্টারভিউ বোর্ডের সামনে এবং তার ওপর আপনার ওই ১৫ মিনিটের ইম্প্রেশনের ওপরেই নির্ভর করে আপনি চাকরিটি পাবেন কি না। হতে পারে আপনার অনেক যোগ্যতা রয়েছে এবং সিভিও বেশ ভারী। কিন্তু পিন পয়েন্টে গিয়ে আপনি চাকরিটি পেলেন না। শুধুমাত্র আপনি কতটা জানেন বা কত ভাল ডিগ্রী রয়েছে, সেটি দেখা হয় না। সব মিলিয়ে আপনার জামা-কাপড়, বডি ল্যাঙ্গুয়েজ, ম্যানারস সমস্ত কিছুই দেখেন ইন্টারভিউ কর্তারা।

  • 2/8

নীল (Blue)-টিম প্লেয়ার

নীল, বিশেষ করে নেভি ব্লু ইন্টারভিউয়ের জন্য বেস্ট বলে মনে করা হয়। এটি শান্ত, স্থিরতা, সততা এবং বিশ্বাসের সঙ্গে আত্মবিশ্বাসের প্রতীক।এছাড়া ডিপ রঙের অধিকারের প্রতি যা আপনাকে সকারাত্মকভাবে ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থাপিত করে।

কখন পড়বেন না

যদি আপনি কোনও ক্রিয়েটিভ চাকরির জন্য যান, তাহলে শেষ করার সময় আপনি এই কালার করবেন না। এটি আপনাকে কনসারভেটিভ ইমেজ তৈরি করবে। কথায় বলে প্রতিটি রংই কিছু না কিছু বলে। তাহলে আপনি যদি কোনও ইন্টারভিউতে যাচ্ছেন তাহলে আপনার এ বিষয়টি নজর রাখতে হবে যে আপনি কী রঙের জামা কাপড় পড়ে যাচ্ছেন, তার ওপরে নির্ভর করবে আপনার সাফল্য অথবা ব্যর্থতা।

 

 


 

  • 3/8

ধূসর (Grey)-লজিক্যাল এবং এনালিটিক্যাল

ইন্টারভিউতে গ্রে কালারের স্যুট বা জামা পড়ে যাওয়া অত্যন্ত জনপ্রিয়। এই রং পাওয়ারফুল লুক দেয়। সবচেয়ে মজাদার বিষয় হলো যে গ্রে-রং সাকারাত্মক বা পজিটিভ রঙ বলে মনে করা হয়। এই রং ইন্টারভিউ কর্তাদের মনোযোগ নষ্ট করে না। বরং আপনার কথাবার্তা এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ এর দিকে আকর্ষিত করে।

কখন পড়বেন না

আসলে গ্রে রংয়ের কাপড় আপনি যে কোনও সময় পড়তে পারেন। পজিটিভ রেসপন্স দিতে এই রং অত্যন্ত সহায়ক বলে প্রমাণিত হয়। এটি আপনি নতুন অফিসে পরিস্থিতি অনুযায়ী, সাদা গোলাপী এবং সবুজ রঙের জামার সঙ্গে ম্যাচ করে পড়তে পারেন।

  • 4/8

বাদামি (Brown)-ডিপেন্ডেবেল

ইন্টারভিউ এর জন্য ফেভারিট বলে মনে করা হয় ব্রাউন রংয়ের জামা বা কুর্তা। এটি আপনাকে নিউট্রাল লুক দেয়। বাদামি রঙের জামা-কাপড়কে শান্তির প্রতীক বলে মনে করা হয়। এ ছাড়া এই রং সুরক্ষিত, ভরসাযোগ্য এবং বিশ্বস্ত বলে মনে করা হয়।

কখন পড়বেন না

যদি আপনি কোনও এমন ইন্ডাস্ট্রিতে জয়েন করতে যেতে চান যেখানে খুব দ্রুত কোম্পানি গ্রোথের দিকে ছুটছে বা তাদের ক্রিয়েটিভ এমপ্লয়ির খোঁজ রয়েছে, তাহলে আপনি বাদামি রং থেকে দূরে থাকাই ভাল। আসলে বাদামি রং সাধারণ এবং ঢিমে তালে গতিতে চলা একটি রং পজিটিভ হলেও এটি অ্যাডভেঞ্চার কম বলে মনে করা হয়। তাই কখনও কখনও এটি নেগেটিভ হতে পারে।

  • 5/8

কালো (Black)-লিডারশিপ

যদি আপনি কোনও হাই পজিশন এবং কোনও এমন জায়গায় চাকরির জন্য যান, যেখানকার পরিবেশ কনজারভেটিভ হয়, তাহলে কালো রংয়ের জামাকাপড় পড়ে যাওয়া বেস্ট বলে মনে করা হয়। এটি একটি কমান্ডিং কালার। যা পাওয়ার এবং অথরিটির সংকেত দেয়। কোনও কোম্পানির চেয়ারম্যান বা এই ধরনের কোনও পোস্টের জন্য কালো রং সবচেয়ে ভালো।

কখন পড়বেন না

একটু শান্তচিত দপ্তরে ক্ল্যারিক্যাল বা সাধারণ এমপ্লয়ির জন্য কালো রংয়ের কাপড় পড়ে যাবেন না। তাতে ইন্টারভিউ বোর্ডের কর্তারা ক্ষুন্ন হতে পারেন। আপনার বিরুদ্ধে নেগেটিভ চিন্তা তাদের মধ্যে ঢুকে যেতে পারে। যত ভালো প্রেজেন্টেশনই দেন না কেন, কালো রং তাদেরকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। আপনাকে ওভার অ্যাক্টিভনেস এবং তাদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা বলে মনে করতে পারেন। আপনি ওভার অ্যাম্বিশাস বলে প্রমাণিত হতে পারেন।

  • 6/8

সাদা (White)-অর্গানাইজড

সাদা রংয়ের কাপড় সততা, পরিছন্নতা, বিশ্বস্ততা, সুনিশ্চিততা, সাদামাটা এবং শুভ এবং ভালোর প্রতীক। যদিও এর মধ্যে একটু চমক থাকে। যা পজেটিভ সংকেত দেয়।

কখন পড়বেন না

কোনও ক্রিয়েটিভ বা শৈল্পিক চাকরির জায়গায় সাদা রংয়ের জামা কাপড় পড়ে যাওয়াটা খুব একটা কাজের নয়। আপনার মধ্যে নতুনকে খোঁজার চেষ্টায় ঘাটতি রয়েছে বলে মনে হতে পারে।

  • 7/8

রেড-(Red)-পাওয়ার

রেড একটি পাওয়ারফুল কালার। যা উর্জা, শক্তি অ্যাম্বিশন এবং ইচ্ছার চূড়ান্ত প্রতীক। এটি ইন্টারভিউতে পড়ে যাওয়ার জন্য অত্যন্ত ভালো একটি রং। ডায়নামিক এমপ্লয়ি হিসেবে আপনার আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আপনার বোল্ড এবং দাবাং ইমেজ সামনে আসে।

কখন পড়বেন না

এই রং আপনাকে ওভার কনফিডেন্ট ইমেজ তৈরি করতে পারে। এ কারণে চেষ্টা করবেন রেড কালার শুধু না পড়ে তার সঙ্গে অন্য কোনও কালার মিলিয়ে পড়ার। যদি লাল রঙের জামা পরেন তাহলে তার উপরে ব্ল্যাক ব্লেজার করতে পারেন।

  • 8/8

সবুজ, হলুদ, কমলা ও বেগুনি (Green, Yellow, Purple And Orange)-ক্রিয়েটিভ

এই চারটি রং ক্রিয়েটিভিটির চূড়ান্ত এবং অরিজিনালটির প্রমাণ করে। এখন বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকমের চাহিদা রয়েছে। ট্র্যাডিশনাল চাকরির বাইরে যে কোনও ইন্টারভিউতে গেলে আপনি চারটি রং ব্যবহার করতে পারেন। নিশ্চিন্তে কোন বিজ্ঞাপনী সংস্থা বা কোনও মার্কেটিং, সেলস, ডাটা সায়েন্টিস্ট, সাংবাদিকতা, কোন প্রোডাকশন কোম্পানির ক্রিয়েটিভ রাইটার বা ওই ধরনের কোনও কাজে আপনি চারটি রং ঘুরিয়ে ফিরিয়ে বা মিশিয়ে পড়ে যেতে পারেন। গেরুয়া পরবেন না। আপনার কাজের প্রতি বৈরাগ্য দর্শাতে পারে।

কখন কখন এই সমস্ত রং পড়বেন না

ক্রিয়েটিভ এনভায়রনমেন্টের জন্য খুব ভালো। তবে কোন কোম্পানির ইঞ্জিনিয়ারিং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী হিসেবে চাকরির জন্য এই ধরনের কালার পরে যাবেন না। তাতে আপনার ইমেজ নষ্ট হতে পারে এবং আপনার ক্যাজুয়াল মনোভাব প্রকাশিত হতে পারে। ফর্মাল রং পড়ে যাওয়ায় এসব ক্ষেত্রে ভালো।

Advertisement
Advertisement