Advertisement

শিক্ষা-দীক্ষা

Student Credit Card: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য মা-বাবার আয়কর সার্টিফিকেট লাগবে? পুরো নিয়ম জানালেন মমতা

সুদীপ দে
  • 07 Jul 2022,
  • Updated 2:09 PM IST
  • 1/8

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার ভবিষ্যত সুনিশ্চিত করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই কার্ডের সাহায্যে এ রাজ্যের পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে।

  • 2/8

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তিনি জানান, সকলকে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার জন্য ৪০ বছর পর্যন্ত বয়সের পড়ুয়ারাও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন।

  • 3/8

মুখ্যমন্ত্রী জানান, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে খুব কম সুদে পাওয়া ঋণ ১৫ বছর ধরে শোধ করতে পারবেন পড়ুয়ারা। এদিন নেতাজি ইন্ডোরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য ব্যাঙ্কিং সেক্টরের প্রতিনিধিদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

  • 4/8

এদিন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত ৩০ হাজার পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়ে গিয়েছেন। শীঘ্রই আরও ১৪ হাজার পড়ুয়ার হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

  • 5/8

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য প্রয়োজনীয় নথিপত্রের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই কার্ডের আবদনের ক্ষেত্রে পড়ুয়াদের বাবা-মায়ের ট্যাক্স সার্টিফিকেট লাগবে না। এ বার জেনে নেওয়া যাক এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে কী কী নথিপত্র লাগবে...

  • 6/8

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পড়ুয়াদের ঠিকানার প্রমাণপত্র, তাঁর পরিবারের মোট আয়ের প্রমাণপত্র, মার্কশিট, অভিভাবকের আধার কার্ড, প্যান কার্ড অথবা পাসপোর্টের প্রতিলিপি জমা দিতে হবে।

  • 7/8

উল্লেখিত নথিগুলির সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ছয় মাসের স্টেটমেন্ট জমা দিতে হবে। নির্দিষ্ট বয়ানে আবেদন করার পর রাজ্য উচ্চশিক্ষা দপ্তর সেই আবেদনপত্র ব্যাঙ্কে পাঠিয়ে দেবে। আবেদন শেষে মোবাইলে একটি মেসেজের মাধ্যমে আবেদন গৃহীত হল কিনা তা জানিয়ে দেওয়া হবে।

  • 8/8

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) জন্য www.wb.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। এছাড়া, wbscc.wb.gov.in-এর মাধ্যমেও আবেদন করা যাবে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে এই 18001028014 নম্বরে ফোন করতে পারেন।

Advertisement
Advertisement