Advertisement

শিক্ষা-দীক্ষা

Primary TET: ৭৩৮টি শূন্যপদ, কাল থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ

সুদীপ দে
  • 21 Dec 2021,
  • Updated 10:19 AM IST
  • 1/8

দীর্ঘ ৭ বছরের প্রতিক্ষার অবসান হতে চলেছে আগামিকাল। কারণ, বুধবার থেকে শুরু হচ্ছে রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary TET) তৎপর কমিশন।

  • 2/8

আগামিকাল, বুধবার থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই এবং ইন্টারভিউ চলবে। ২০১৪ সালে প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Primary TET)-এ ভুল প্রশ্নের জন্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন হাজারখানেক প্রার্থী। তাঁদেরই অনেকে এবার সুযোগ পেতে চলেছেন।

  • 3/8

গতকালই ২০১৪ সালের প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Primary TET)-এর ৭৩৮ জনের প্রশ্ন ভুল মামলার লিষ্ট প্রকাশিত হয়েছে।

  • 4/8

রাজ্যে প্রাথমিকে ১৬,৫০০ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীদের প্রথম ধাপে ৪৭৪ জন শিক্ষককে নিয়োগের পরে এবার আরও ৭৩৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।

  • 5/8

২০১৪ সালে প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Primary TET)-এ ভুল প্রশ্নের জন্য প্যানেল থেকে বাদ পড়েছিলেন হাজারখানেক প্রার্থী। এ নিয়ে মামলা হলে আদালতের নির্দেশে বিশেষজ্ঞ কমিটি TET-এর প্রশ্ন খতিয়ে দেখে ভুল নিশ্চিত করে।

  • 6/8

২০১৪ সালে প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Primary TET)-এ ভুল প্রশ্নের ওই মামলার তালিকা সোমবার প্রকাশিত হওয়ার পর আগামিকাল, বুধবার থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ চলবে।

  • 7/8

কলকাতা ডিপিএসসি অফিসে লিস্টে প্রকাশিত ডেট, সময় ও টেবিল অনুসারে মামলাকারীদের স্ক্রুটিনি, ভেরিফিকেশন, পার্সোনাল ইন্টারভিউ, অ্যাপটিটুড টেস্ট হবে।

  • 8/8

সোমবার এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ৬ নম্বর পেয়ে ২০১৪-র প্রাথমিক টেট পরীক্ষায় (Primary TET) উত্তীর্ণ হয়েছেন তাঁদের জন্যই এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।

Advertisement
Advertisement