প্রফিসিয়েন্সি ট্রেনিং প্রোগ্রামের অধীনে নার্সিং ট্রেনি হিসেবে ২৭ জনকে নিয়োগ করছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার (SAIL) বার্নপুর হাসপাতালে। ট্রেনিং-এর শেষে সফল ২৭ জন প্রার্থীদের নিয়োগ করা হবে স্টাফ নার্স পদে।
মোট শূন্যপদের সংখ্যা ২৭টি। যে কোনও সরকার স্বীকৃত বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করা প্রার্থীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ের বিএসসি ডিগ্রি অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (GNM)-এর ডিপ্লোমা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারেন।
SAIL-এর বার্নপুর হাসপাতালে স্টাফ নার্স পদের আবেদনকারীদের বয়স ১ অগাস্ট, ২০২২ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে।
তবে তফশিলি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর, ওবিসিরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
বার্নপুর হাসপাতালে স্টাফ নার্স পদে নিয়োগের আগে চূড়ান্ত বাছাই করা প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংয়ের মেয়াদ ১৮ মাস।
রোজ ৮ ঘণ্টা করে সপ্তাহে ৬ দিন ট্রেনিং চলবে। ট্রেনিং চলাকালীন প্রার্থীরা মাসে ৮,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন, সঙ্গে অন্যান্য অ্যালাউন্সও রয়েছে।
প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউ-এর মাধ্যমে। ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের যাবতীয় প্রমাণপত্রের মূল কপি ও সেগুলির ফটোকপি, সঙ্গে যে কোনও সচিত্র প্রমাণপত্র নিতে হবে।
ইন্টারভিউয়ে অংশ নিতে নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। আবেদনের বয়ান পাবেন https://sailcareers.com ওয়েবসাইটে। আবেদনপত্রের সঙ্গে যাবতীয় প্রমাণপত্রের মূল ও ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে ১৬ অগাস্ট সকাল ৯টার মধ্যে।
ইন্টারভিউয়ের জন্য হাজির হতে হবে এই ঠিকানায়: Confluence, Opp. to Burnpur Post Office, Near Bharti Bhawan, PO Burnpur- 713325, DT: Paschim Bardhaman, West Bengal।