Advertisement

শিক্ষা-দীক্ষা

Madhyamik 2022: প্রায় ৩৫% সংক্ষিপ্ত হল মাধ্যমিকের সিলেবাস! কেমন হবে প্রশ্নপত্র?

Aajtak Bangla
  • 25 Aug 2021,
  • Updated 11:43 AM IST
  • 1/6

এবারের মাধ্যমিকে (Madhyamik 2021) রাজ্যে পাশের হার ১০০ শতাংশ। করোনার জন্য যেহেতু এবার কোনও পরীক্ষাই হয়নি, তাই গতবারের মতোও এ বারও কোনও মেধাতালিকা প্রকাশ করেনি মধ্যশিক্ষা পর্ষদ।

  • 2/6

দেশজুড়ে চলা করোনা মহামারীর কারণে স্কুল কবে খুলবে ঠিক নেই। তাই সিলেবাস কমানোর ভাবনা চিন্তা চলছিল আগে থেকেই। অবশেষে পড়ুয়াদের স্বস্তি দিয়ে মাধ্যমিকের সিলেবাস কমানোর কথা ঘোষণা করল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ।

  • 3/6

মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে, চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিকের সিলেবাস ৩০-৩৫ শতাংশ সংক্ষিপ্ত হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালেও মাধ্যমিক পরীক্ষার সিলেবাস ছোটো করা হয়েছিল। বদলাচ্ছে প্রশ্নপত্রের ধরন।

  • 4/6

কেমন হবে প্রশ্নপত্র তা-ও বিজ্ঞপ্তিতে মঙ্গলবার স্পষ্ট করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের ঘোষণা, ব্যাখ্যা মূলক প্রশ্ন থাকলেও সংক্ষিপ্তধর্মী বা ‘মাল্টিপল চয়েস’ প্রশ্নই বেশি বেশি থাকবে। ৯০ নম্বরের পরীক্ষা ধরেই প্রশ্নপত্রের বিভাজন করা হয়েছে পর্ষদের নির্দেশিকায়।

  • 5/6

প্রশ্নপত্রের ধাঁচ কেমন হবে? পর্ষদ জানিয়েছে, ৯০ নম্বরের প্রশ্নের মধ্যে ১৫টি ‘মাল্টিপল চয়েস’ (MCQ), ১ নম্বরের ২১টি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন ও বাকি ব্যাখ্যাধর্মী প্রশ্ন মিলিয়ে আগামী মাধ্যমিক পরীক্ষা হবে।

  • 6/6

করোনা পরিস্থিতিতে এখনও দশম শ্রেণির অফলাইন ক্লাসই শুরু হয়নি। কবে স্কুল খুলবে তা নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য সরকার। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্গাপুজোর পরে স্কুল খোলা হতে পারে। তবে সেটাও রাজ্যের করোনা পরিস্থিতি বিচার করে, পরিস্থিতি বুঝে।

Advertisement
Advertisement