Advertisement

শিক্ষা-দীক্ষা

West Bengal HS Examination 2023 : উচ্চ মাধ্যমিকে খাতা জমার নয়া নিয়ম, আরও যা যা জানা জরুরি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2023,
  • Updated 11:44 AM IST
  • 1/6

আগামিকাল শুরু উচ্চমাধ্যমিক (Uccha Madhyamik 2023)। আর তার ঠিক আগেই খাতা জমা দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (Higher Secondary Exam Date 2023)। 

  • 2/6

এবার তিন ঘণ্টার পরীক্ষায় পৌনে তিন ঘণ্টা, অর্থাৎ ১২টা ৪৫ মিনিটের আগে জমা দেওয়া যাবে না খাতা। মূলত প্রশ্নপত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রুখতেই খাতা জমা দেওয়ায় ক্ষেত্রে এই কড়াকড়ি বলে সিদ্ধান্ত।

  • 3/6

এই  প্রসঙ্গে, সংসদ জানিয়েছে পরীক্ষার্থীদের প্রথম দিন পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছতে হবে। তবে বাকি দিনগুলিতে আধঘণ্টা আগে গেলেও চলবে। 

  • 4/6

পরীক্ষা শুরুর অন্তত দশ মিনিট আগে নিজের নির্দিষ্ট আসনে বসতে হবে পরীক্ষার্থীদের। সঙ্গে স্কেল, পেনসিল, পেন, ইরেজ়ার এবং সাধারণ ক্যালকুলেটর রাখতে পারবে ছাত্রছাত্রীরা।

  • 5/6

সংসদের নিয়ম অনুসারে অভিভাবক অভিভাবিকারা পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতে পারবেন না। এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায় জানান, কোন স্কুলের পড়ুয়াদের আসন কোন স্কুলে পড়েছে, তার তালিকা রবিবার রাতেই সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা এক বার মিলিয়ে দেখে নিতে পারে পরীক্ষার্থীরা। 

  • 6/6

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন-সহ কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রী আর কোনও দিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। প্রসঙ্গত, আগামিকাল সকাল ১০টায় শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে বেলা ১টা পর্যন্ত। 
 

আরও পড়ুন - ৭০০ বছর পর ৫ যোগের মহামিলন, ৪ রাশির জীবনে সর্বসুখ

Advertisement
Advertisement