UGC on Anti-Ragging: র্যাগিং রুখতে আরও কড়া মনোভাব নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ (University Grant Commission) বা ইউজিসি (UGC)। তারা নতুন পদ্ধতিতে অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু করেছে।
এ ব্যাপারে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছে।
নিয়ম অনুসারে, প্রত্যেক পড়ুয়া এবং তাঁদের অভিভাবককে র্যাগিং-বিরোধী (Anti-ragging) নিয়ে আন্ডারটেকিং জমা দিতে হয়।
ইউজিসি (UGC) জানাচ্ছে, দু'টি ওয়েবসাইটে সে ব্যাপারে জানানো যেতে পারে। www.antiragging.in এবং www.amanmovemnt.org।
পড়ুয়ারা র্যাগিংয়ে আক্রান্ত হলে যাতে আরও সহজে অভিযোগ জানাতে পারে, তা নিয়ে উদ্যোগী হল ইউজিসি।
তাঁদের কাছে আবেদন করা হচ্ছে, এ ব্যাপারে যাবতীয় নির্দেশ ভাল মতো খুঁটিয়ে দেখে নিতে।
ওয়েবসাইটে নিজের ব্যাপারে তথ্য দিতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠান পড়েন, কী নিয়ে পড়েন, এমন তথ্য।
ওয়েবসাইটে সে সব বিস্তারিত রয়েছে। তা দেখলেই হবে। জানাচ্ছে ইউজিসি (UGC)
সেইসঙ্গে তাঁদের এ ব্যাপারে নিশ্চিত করতে হবে, তাঁরা কখনও র্যাগিং সংক্রান্ত কোনও বিষয়ের সঙ্গে যুক্ত থাকবেন না।
এরপর তাঁদের ইমেইল আইডিতে সংশ্লিষ্ট পড়ুয়ার রেজিস্ট্রেশন নম্বর-সহ একটা ওয়েব লিঙ্ক দেওয়া হবে।
সেই ওয়েবলিঙ্কটা পাঠিয়ে দিতে হবে বিশ্ববিদ্যালয়, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের নোডাল অফিসারের কাছে।
ওই নোডাল অফিসার ওই লিঙ্কে ক্লিক করতে পারবেন। ওই লিঙ্ক বলতে কোনও পড়ুয়া যিনি র্যাগিং-বিরোধী এফিডেভিট বা আন্ডারটেকিং দিয়েছেন, তার লিঙ্ক।
এই তালিকা প্রতি ২৪ ঘণ্টায় আপডেট হতে হবে।
বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর কাছে অনুরোধ করা হয়েছে, ভর্তির ফর্মে অ্যান্টি-র্যাগিং (Anti-ragging) কলাম রাখা বাধ্যতামূলক করতে হবে। এর পাশাপাশি আরও নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যেমন অ্যাডমিশন সেন্টার, বিভিন্ন ডিপার্টমেন্ট, লাইব্রেরি, ক্যান্টিন, কমন ফ্যাসিলিটিতে নোডাল অফিসারের ফোন নম্বর এবং ইমেইল আইডি দিতে।