Advertisement

Graduation Rule- UGC : শিক্ষাক্ষেত্রে বিরাট পরিবর্তন, এবার ৪ বছরে গ্র্যাজুয়েশন; আরও কী কী বদল ?

ছাত্র-ছাত্রীদের জন্য বড় খবর। শিক্ষা ব্যবস্থায় এল বিরাট পরিবর্তন। যা জানা জরুরি UGC-র তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন শিক্ষানীতির অধীনে জারি করা হয়েছে এই নির্দেশিকা।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 12 Dec 2022,
  • अपडेटेड 5:34 PM IST
  • ছাত্র-ছাত্রীদের জন্য বড় খবর
  • শিক্ষা ব্যবস্থায় এল বিরাট পরিবর্তন

ছাত্র-ছাত্রীদের জন্য বড় খবর। শিক্ষা ব্যবস্থায় এল বিরাট পরিবর্তন। যা জানা জরুরি UGC-র তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন শিক্ষানীতির অধীনে জারি করা হয়েছে এই নির্দেশিকা। এই পাঠ্যক্রম এবং ঋণ কাঠামো শিক্ষার্থীদের সুফল দেবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। 

UGC স্নাতক প্রোগ্রামগুলির জন্য ক্রেডিট কাঠামোর সঙ্গে এই পাঠ্যক্রমটি তৈরি করেছে। UGC সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে তাঁদের নির্দেশিকা বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। 

আরও পড়ুন : বয়সে ৪০ বছরের বড় ব্যক্তির প্রেমে পড়লেন তেইশের যুবতী, তারপর কী হল জানেন ?

  • আসুন জেনে নেওয়া যাক এর অধীনে কোন বিশেষ ১০টি নতুন পরিবর্তন দেখা যাবে।
  • সামগ্রিক এবং মাল্টি-ডিসিপ্লিনারি স্নাতক শিক্ষার উপর জোর 
  • নমনীয় পাঠ্যক্রম কাঠামো, একাধিক প্রবেশ-প্রস্থান অনুমোদিত এবং পুনরায় ভর্তি হওয়ার ব্যবস্থা 
  • ১ বছরে ২ সেমিস্টার সম্পূর্ণ করার পরই মিলবে প্রমাণপত্র
  • ২ বছর পর UGC সার্টিফিকেট মিলবে। 
  • ৩ বছর পরে ৬ টি সেমিস্টার ও স্নাতক ডিগ্রি মিলবে
  • চতুর্থ বর্ষ হবে মূলত গবেষণা ভিত্তিক শিক্ষার জন্য। 
  • সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং পরিষেবা, পরিবেশগত শিক্ষা এবং মূল্য-ভিত্তিক শিক্ষায় ক্রেডিট-ভিত্তিক কোর্স এবং প্রকল্পগুলি অন্তর্ভুক্ত করা হবে। 
  • শিক্ষার্থীদের স্থানীয় শিল্পে বা কর্মক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। 
  • UGC সার্টিফিকেট পাওয়ার জন্য একটি ৪ ক্রেডিট ওয়ার্ক ভিত্তিক লার্নিং ইন্টার্নশিপ করতে হবে। 

আরও পড়ুন : রাজ্যের ডিএ নিয়ে আপডেট, সুপ্রিম কোর্টে শুনানির আগেই বড় খবর

এভাবে চার বছরে হবে স্নাতক সম্পন্ন 

প্রসঙ্গত, স্নাতক প্রোগ্রাম অর্থাৎ চার বছরের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে পাঠ্যবইয়ের সঙ্গে শিক্ষা অভিজ্ঞতা এবং শেখার উপর জোর দেওয়া হয়েছে। এখন নতুন কারিকুলাম কাঠামোতে ইন্টার্নশিপ শেখার স্থানও দেওয়া হয়েছে। এর আওতায় প্রথম দুই সেমিস্টারের পর যে শিক্ষার্থীরা বের হতে চায় তাদের ইউজি সার্টিফিকেট পেতে ইন্টার্নশিপ করতে হবে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement