ছাত্র-ছাত্রীদের জন্য বড় খবর। শিক্ষা ব্যবস্থায় এল বিরাট পরিবর্তন। যা জানা জরুরি UGC-র তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন শিক্ষানীতির অধীনে জারি করা হয়েছে এই নির্দেশিকা। এই পাঠ্যক্রম এবং ঋণ কাঠামো শিক্ষার্থীদের সুফল দেবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
UGC স্নাতক প্রোগ্রামগুলির জন্য ক্রেডিট কাঠামোর সঙ্গে এই পাঠ্যক্রমটি তৈরি করেছে। UGC সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে তাঁদের নির্দেশিকা বাস্তবায়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন : রাজ্যের ডিএ নিয়ে আপডেট, সুপ্রিম কোর্টে শুনানির আগেই বড় খবর
এভাবে চার বছরে হবে স্নাতক সম্পন্ন
প্রসঙ্গত, স্নাতক প্রোগ্রাম অর্থাৎ চার বছরের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে পাঠ্যবইয়ের সঙ্গে শিক্ষা অভিজ্ঞতা এবং শেখার উপর জোর দেওয়া হয়েছে। এখন নতুন কারিকুলাম কাঠামোতে ইন্টার্নশিপ শেখার স্থানও দেওয়া হয়েছে। এর আওতায় প্রথম দুই সেমিস্টারের পর যে শিক্ষার্থীরা বের হতে চায় তাদের ইউজি সার্টিফিকেট পেতে ইন্টার্নশিপ করতে হবে।