Advertisement

SSC Merit List: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ SSC-র, নাম দেখার পদ্ধতি রইল

৯ বছরের প্রতীক্ষার অবশেষে অবসান। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকাপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন । বিকাল ৪টায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। মেধাতালিকার সঙ্গে ব্রেকআপ মার্কও রাখা হয়েছে।

১৩ হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ SSC-র১৩ হাজারের বেশি প্রার্থীর তালিকা প্রকাশ SSC-র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2023,
  • अपडेटेड 12:21 PM IST

৯ বছরের প্রতীক্ষার অবশেষে অবসান।  কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে  বুধবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকাপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন । বিকাল ৪টায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। মেধাতালিকার সঙ্গে ব্রেকআপ মার্কও রাখা হয়েছে।

২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ প্রাথমিকের যে পরীক্ষা এসএসসি নিয়েছিল, প্রায় ন’বছর পর সেই পরীক্ষারই মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তবে ১৪,৩৩৯ শূন্যপদ থাকলেও প্যানেলভুক্ত এবং অপেক্ষমান প্রার্থী মিলিয়ে মোট ১৩,৩৩৯ জনের নাম প্রকাশিত হয়েছে মেধাতালিকায়। টেট-এ প্রাপ্ত নম্বর, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে প্রার্থীদের নামের পাশে আলাদা আলাদা করে নম্বর বিভাজন দেওয়া রয়েছে মেধা তালিকায়।

 কলকাতা হাইকোর্টের ১৬ অগাস্টের নির্দেশ অনুসারে মেধাতালিকা প্রকাশ করেছে  স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালে উচ্চ প্রাথমিক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদে আবেদন করে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।  হাতের কাজ ও শারীর শিক্ষা বাদে বাকি পদের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে কমিশন।

আদালতের নির্দেশ  মেনে এই তালিকায় প্রত্যেকের নাম ও রোল নম্বর উল্লেখ করা রয়েছে। এই তালিকার ক্ষেত্রে কোথাও যাতে অস্বচ্ছতা না থাকে তার জন্য সবরকম প্রক্রিয়া জারি রেখেছে এসএসসি। মূলত এই অস্বচ্ছতার জন্যই বার বার ধাক্কা খেয়েছে নিয়োগ প্রক্রিয়া।  

কী কী থাকছে এই তালিকায় ? 
এই তালিকায় প্রত্যেকের নাম ও রোল নম্বর উল্লেখ করা রয়েছে। সেই সঙ্গেই প্রত্যেকের প্রাপ্ত নম্বর, তার শিক্ষাগত যোগ্যতা সহ  প্রয়োজনীয় তথ্য সেখানে যুক্ত করা থাকছে। 

কীভাবে এই ফলাফল দেখা যাবে?
এই ফলাফল দেখতে গেলে আপনাকে www.westbengalssc.com এবং www.wbsschelpdesk.com এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে মেধাতালিকা দেখা যাবে। তালিকায় সাড়ে ১৩ হাজার ৩৩৪ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। 

আগামী দিনে ধাপে ধাপে কাউন্সেলিং শুরুর দিকে এগোতে পারে স্কুল সার্ভিস কমিশন। তবে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি প্রয়োজন। সেই অনুমতি পেলেই ধাপে ধাপে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী ৩০ অগস্ট নিয়োগের জন্য হাইকোর্টের কাছে অনুমতি চাওয়া হবে। এরপর ধাপে ধাপে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। উচ্চ আদালত এসএসসির তরফে প্রকাশিত এই মেধা তালিকাকে মান্যতা দিলে তবেই চাকরি পাবেন তালিকায় নাম থাকা প্রার্থীরা।  এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তাই সবক্ষেত্রেই আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ নিতে চাইছে এসএসসি। 

Advertisement

 
 

 

 

Read more!
Advertisement
Advertisement