Advertisement

Kolkata Airport recruitment: সরকারি চাকরি! কলকাতা এয়ারপোর্টে একাধিক নিয়োগ, আবেদন করুন এই ভাবে

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরির সুযোগ ঘোষণা করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। মঙ্গলবার কেন্দ্রীয় এই সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বিমানবন্দরে এক বছরের প্রশিক্ষণভিত্তিক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 12:03 PM IST
  • কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরির সুযোগ ঘোষণা করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)।
  • মঙ্গলবার কেন্দ্রীয় এই সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বিমানবন্দরে এক বছরের প্রশিক্ষণভিত্তিক নিয়োগ করা হবে।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চাকরির সুযোগ ঘোষণা করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। মঙ্গলবার কেন্দ্রীয় এই সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বিমানবন্দরে এক বছরের প্রশিক্ষণভিত্তিক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ?
এএআই-এর তরফে দুটি পদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন)

মোট ৬টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং নির্বাচিতদের প্রশিক্ষণ দেওয়া হবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।

বেতন ও বয়সসীমা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি ১৫,০০০ টাকা, আর ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের দেওয়া হবে ১২,০০০ টাকা। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। তবে এই নিয়োগে শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

যোগ্যতা কী লাগবে?
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যদিকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রয়োজন ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন শাখায় তিন বছরের ডিপ্লোমা।

কীভাবে হবে নিয়োগ?
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউ অথবা নথি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। আবেদন করতে হলে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত ও নিয়ম জানতে আগ্রহীদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement