
Alipurduar Health Department Recruitment 2025: আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ। আলিপুরদুয়ার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিউনিটি হেল্থ অফিসার (নর্সিং) পদে মোট ৩৬ জন নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক নিয়োগ। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, আলিপুরদুয়ারের তরফে নিয়োগ করা হবে। প্রথমে কাজের মেয়াদ এক বছর। তবে প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অফিসিয়াল নোটিফিকেশন পড়ুন: View PDF
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি শূন্যপদের জন্য মাসিক ২০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হবে। পাশাপাশি নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত বাড়তি ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের আলিপুরদুয়ার জেলার যে কোনও সুসাস্থ্য কেন্দ্র এ কাজ করতে হবে।
যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)। যাঁরা ২০২১ সাল বা তার পরে BPCCHN অন্তর্ভুক্ত B.Sc. Nursing পাশ করেছেন, তাঁরা সরাসরি কমিউনিটি হেল্থ অফিসার হিসেবে নিযুক্ত হবেন। অন্যদিকে, ২০২১ সালের আগে GNM / Post Basic B.Sc / B.Sc Nursing পাশ করা প্রার্থীদের আগে CPCH ট্রেনিং নিতে হবে। ট্রেনিং চলাকালীন মাসে ১০ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চুক্তি অনুযায়ী কাজ করতে হবে, না হলে ২ লক্ষ টাকা জরিমানা হতে পারে।
নিয়োগ হবে মার্কশিটে প্রাপ্ত নম্বর (৮৫ শতাংশ) এবং ইন্টারভিউ (১৫ শতাংশ) এর ভিত্তিতে তৈরি মেধাতালিকা অনুযায়ী। কাউন্সেলিংয়ের পর চূড়ান্ত পোস্টিং দেওয়া হবে। প্রার্থীদের বাংলা বা স্থানীয় ভাষা ও উপভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি MS Office ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকলে অগ্রাধিকার মিলবে।
আলিপুরদুয়ারের CMOH দফতরে এই নিয়োগের ওয়াক-ইন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
>> ২৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য।
>> ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে অসংরক্ষিত ও EWS প্রার্থীদের জন্য।
দু’দিনেই দুপুর ১২টার পরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।
আবেদনপত্র নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যয়িত কপি এবং ডিমান্ড ড্রাফট জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদনমূল্য UR ও EWS এর জন্য ১০০ টাকা, সংরক্ষিত শ্রেণির জন্য ৫০ টাকা। অনলাইনে আবেদনপত্র ও সম্পূর্ণ শর্তাবলি জানতে হলে alipurduar.gov.in ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।