Advertisement

Teacher Recruitment 2023: আন্দামানে বাংলা ভাষার প্রচুর শিক্ষক নিয়োগ কেন্দ্রের, বেতন সর্বোচ্চ ১ লক্ষ ৪২ হাজার টাকা; যোগ্যতা-আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত

Andaman and Nicobar TGT Recruitment 2023: গ্র্যাজুয়েট ট্রেইন্ড টিচার পদে ৩৮০ জনকে নিয়োগ করছে আন্দামান অ্যান্ড নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টরেট অফ এডুকেশন। এর মধ্যে বাংলা মিডিয়ামে নেওয়া হচ্ছে ৩১ জনকে। নিযুক্ত শিক্ষকদের ন্যূনতম বেতন ৪৪,৯০০ টাকা।

আন্দামানে বাংলা ভাষার প্রচুর শিক্ষক নিয়োগ কেন্দ্রের, বেতন সর্বোচ্চ ১ লক্ষ ৪২ হাজার টাকা!আন্দামানে বাংলা ভাষার প্রচুর শিক্ষক নিয়োগ কেন্দ্রের, বেতন সর্বোচ্চ ১ লক্ষ ৪২ হাজার টাকা!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2023,
  • अपडेटेड 4:01 PM IST
  • গ্র্যাজুয়েট ট্রেইন্ড টিচার পদে ৩৮০ জনকে নিয়োগ করছে আন্দামান অ্যান্ড নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টরেট অফ এডুকেশন।
  • এর মধ্যে বাংলা মিডিয়ামে নেওয়া হচ্ছে ৩১ জনকে।
  • নিযুক্ত শিক্ষকদের ন্যূনতম বেতন ৪৪,৯০০ টাকা।

Andaman and Nicobar TGT Recruitment 2023: গ্র্যাজুয়েট ট্রেইন্ড টিচার পদে ৩৮০ জনকে নিয়োগ করছে আন্দামান অ্যান্ড নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টরেট অফ এডুকেশন। হিন্দি, ইংলিশ, বাংলা, সংস্কৃত ভাষা সহ বিভিন্ন বিষয়ে গ্রুপ-বি পদে নিয়োগ করা হবে।

বাংলা মিডিয়ামে নিয়োগ:
•    বাংলায়: শূন্যপদের সংখ্যা ৩টি।
•    সোশ্যাল সায়েন্স (বাংলা মিডিয়ামে): শূন্যপদের সংখ্যা ৬টি।
•    ম্যাথমেটিক্স (বাংলা মিডিয়ামে): শূন্যপদের সংখ্যা ৬টি।
•    লাইফ সায়েন্স (বাংলা মিডিয়ামে): শূন্যপদের সংখ্যা ৭টি।
•    ফিজিক্যাল সায়েন্স (বাংলা মিডিয়ামে): শূন্যপদের সংখ্যা ৯টি।

সংস্কৃতে: শূন্যপদের সংখ্যা ৬টি।

ইংলিশ/হিন্দি মিডিয়ামে নিয়োগ:
•    হিন্দিতে: শূন্যপদের সংখ্যা ৪০টি।
•    ইংরেজিতে: শূন্যপদের সংখ্যা ৪৫টি।
•    সোশ্যাল সায়েন্স (ইংলিশ/হিন্দি মিডিয়ামে): শূন্যপদের সংখ্যা ৯৩টি।
•    ম্যাথমেটিক্স (ইংলিশ/হিন্দি মিডিয়ামে): শূন্যপদের সংখ্যা ৬১টি।
•    লাইফ সায়েন্স (ইংলিশ/হিন্দি মিডিয়ামে): শূন্যপদের সংখ্যা ৪৫টি।
•    ফিজিক্যাল সায়েন্স (ইংলিশ/হিন্দি মিডিয়ামে): শূন্যপদের সংখ্যা ৫৯টি।

শিক্ষাগত যোগ্যতা:
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ ৪ বছরের ইন্টিগ্রেটেড বিএ-বিএড অথবা বিএসসি-বিএড পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে https://edurec.andaman.gov.in ওয়েবসাইটে ক্লিক করুন। 

বয়স ও বেতন:
আবেদনকারীদের বয়স ৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের মূল বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।

অনলাইনে আবেদন করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে https://edurec.andaman.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে। আরও জানতে ক্লিক করুন এই PDF লিঙ্কে...

Read more!
Advertisement
Advertisement