
রেলে চাকরির স্বপ্ন দেখছেন? উত্তর রেলওয়ের রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) সম্প্রতি মোট ৪,১১৬টি শিক্ষানবিশ পদের জন্য বড়সড় নিয়োগ ঘোষণা করেছে। আবেদনপত্র জমা ২৫ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই নিয়োগে পরীক্ষা নেওয়া হবে না; সিলেকশন হবে সরাসরি মেধা (মার্কস) এর ওপর ভিত্তি করে।
পদের ভিত্তিতে ইউনিট বিভাজন
লখনউ (LKO) - ১,৩৯৭টি
দিল্লি (DLI) - ১,১৩৭টি
ফিরোজপুর (FZR) - ৬৩২টি
আম্বালা (UMB) - ৯৩৪টি
মোরাদাবাদ (MBD) - ১৬টি
মোট - ৪,১১৬টি
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীরা অবশ্যই দশম শ্রেণী (মাধ্যমিক) বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পাস করতে হবে। নির্দিষ্ট ট্রেডের ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট (NCVT/SCVT) থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছর পর্যন্ত হতে হবে (সরকারি নিয়মে রিলিভ ও রিজার্ভেশন অনুযায়ী ঊর্ধ্ব বয়সসীমায় ছাড় প্রযোজ্য)।
আবেদন ফি
সাধারণ / OBC / EWS : ১০০
SC / ST / PwBD / মহিলা : ফি ছাড়
কিভাবে আবেদন করবেন
১. অফিসিয়াল ওয়েবসাইট appr.rrcnr.net.in-এ যান।
২. হোমপেজে ‘Online Application’ লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন (নাম, ইমেইল, মোবাইল, আধার, জন্মতারিখ ইত্যাদি)।
৩. লগইন করে আবেদন ফরম পূরণ করুন।
৪. প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করুন।
৫. ফরম সাবমিট করে প্রিন্টআউট সংরক্ষণ করুন।
পুরো বিজ্ঞপ্তি ও বিস্তারিত শর্তাবলী RRC নর্দার্ন রেলওয়ের অফিসিয়াল পোর্টাল rrcnr.org-এ রয়েছে। আবেদন করার আগে সেটি ভালভাবে পড়ে নিন। রেলের এই নয়া রিক্রুটমেন্ট তরুণদের জন্য সুবর্ণ সুযোগ; পরীক্ষার উদ্বেগ ছাড়াই।