দেশে বেশির ভাগ তরুণের অন্যতম পছন্দ ব্যাঙ্কের চাকরি (Bank Of Baroda Recruitment 2023)। এর জন্য তাঁরা প্রচুর পরিশ্রমও করেন। আপনিও যদি ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য এবার ভাল সুযোগ। ব্যাঙ্ক অফ বরোদা মোট ৬৭৭টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে স্পেশালিস্ট অফিসার, আইটি অফিসার এবং বিভিন্ন শূন্য পদের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদন নেওয়া হয়েছে।
আবেদনের শেষ তারিখ
ব্যাঙ্ক অফ বরোদার কিছু পদের জন্য আবেদনের শেষ তারিখ হিসাবে ১১ মে নির্ধারণ করা হয়েছে। স্পেশালিস্ট অফিসার পদের জন্য প্রার্থীরা ১৭ মে ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে আবেদনের জন্য ২৭ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এখন তা বাড়িয়ে ১৭ মে করা হয়েছে।
বয়স সীমা
এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য ব্যাঙ্কের পক্ষ থেকে আলাদাভাবে বয়সসীমা রাখা হয়েছে। ২৬ বছরের চেয়ে কম এবং ৪২ বছর পর্যন্ত প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
খালি পদের বিস্তারিত
ব্যাঙ্ক অফ বরোদা বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছে। কর্পোরেট এবং ইনস্টিটিউশন ক্রেডিট বিভাগের জন্য নিয়মিতভাবে স্পেশালিস্ট অফিসারের মোট ১৫৭টি পদে নিয়োগ করা হবে।
ভাইস প্রেসিডেন্ট - ভিউ প্রফিটেবিলিটি অ্যান্ড এক্সপেন্স ম্যানেজমেন্ট ফাইন্যান্স ফাংশনে ৮টি পদ পূরণ করা হবে।
আর্থিক কাজের জন্য স্পেশালিস্ট অফিসারের ৪টি পদে নিয়মিত নিয়োগ করা হবে।
এমএসএমই বিভাগে মোট ৮৭টি শূন্যপদে চুক্তির ভিত্তিতে ও নির্দিষ্ট মেয়াদের ভিত্তিকে নিয়োগ করা হবে।
চুক্তির ভিত্তিতে ফিক্সড টার্ম এনগেজমেন্টে ক্যাশ ম্যানেজমেন্টে ৫৩টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।
রিসিভেবল ম্যানেজমেন্টে, স্থির মেয়াদী নিযুক্তি ভিত্তিতে ১৪৫টি পদ পূরণ করা হবে।
রিসিভেবলস ম্যানেজমেন্ট ভার্টিক্যালে ব্র্যাঞ্চ রিসিভেবল ১৫৯টি পদে নিয়োগ করা হবে।
আইটি অফিসার/পেশাদারের জন্য ৫২ টি শূন্যপদ রয়েছে।
তবে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের পদগুলির জন্য আবেদনের আগে এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি কিংবা ব্যাঙ্কের ওয়েবসাইটি ভাল করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।