
বীরভূমে জেলা স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে নিয়োগ করা হবে। মাত্র একটি শূন্যপদ রয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, সিলেকশন হলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় অথবা জেলার কোনও স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হবে। সপ্তাহে তিন দিন কাজ করতে হবে। দৈনিক পারিশ্রমিক ধার্য রয়েছে ১,০০০ টাকা।
এলিজিবিলিটি
আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। রিজার্ভেশন থাকলে সেক্ষেত্রে সরকারি নিয়মে বয়সে ছাড় পাবেন।
উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখায় পাশ হতে হবে। পাশাপাশি মেডিক্যাল টেকনোলজি (অপ্টোমেট্রি) তে ডিপ্লোমা থাকা আবশ্যিক।
কম্পিউটার-বেসড পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তার আগে অনলাইনে সমস্ত নথির সহ অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।
আবেদন ফি
জেনারেলদের জন্য ১০০ টাকা
রিজার্ভেশন ক্ষেত্রে ৫০ টাকা
শুধুমাত্র অনলাইনেই ফি জমা দিতে হবে।
৩ নভেম্বর সকাল ১১টা থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। শুধুমাত্র অনলাইনেই আবেদন গৃহীত হবে বলে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে।
বিস্তারিত জানতে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।