Birbhum Health Recruitment 2025: বীরভূম জেলার স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ। বৃহস্পতিবার জেলা প্রশাসন এবং রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। চিকিৎসক ছাড়াও ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ান ও নার্স পদে নিয়োগ করা হবে। ফলে এই লাইনে যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য দারুণ সুযোগ। নিচে Notification এর Link দেওয়া হল।
নোটিফিকেশন অনুযায়ী, মোট ৩০টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO), মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ব্লক এপিডেমোলজিস্ট এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। ন্যাশনাল আরবান হেলথ মিশন (NHM) এর আন্ডারে কাজ করতে হবে।
বলাই বাহুল্য, পদের উপর স্যালারি নির্ভর করছে। জিডিএমও পদে শুধুমাত্র এমবিবিএস ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন। তবে অন্য পদগুলির ক্ষেত্রে আলাদা শিক্ষাগত যোগ্যতা আছে। নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনের PDF থেকে সেটি জেনে নিতে পারেন। বয়সসীমা কোথাও ৪০ বছর, আবার কোথাও ৬০ বছর পর্যন্ত। সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় থাকছে।
অফিসিয়াল নোটিফিকেশনের Link: View PDF
পারিশ্রমিক পদভেদে আলাদা। মাসিক ১৩,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত বেতন মিলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বীরভূমের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হবে।
চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার চালনার দক্ষতা এবং সাক্ষাৎকারের মাধ্যমে এলিজিবিলিটি যাচাই করা হবে। গত ১৮ সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর, ২০২৫ পর্যন্ত চলবে। শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লাই করা হবে।
অফিসিয়াল লিঙ্ক: https://birbhum.gov.in/notice_category/recruitment/
অ্যাপ্লিকেশন ফি জেনারেল কাস্টের জন্য ১০০ টাকা। রিজার্ভেশন আছে এমন চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা। অনলাইনেই ফি জমা দিতে হবে। রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন।