Advertisement

TET 2023: টেটের পাশের হার এত কম কেন? কারণ জানিয়ে সন্দেহ প্রকাশ বিজেপির সুকান্তর

২০২৩ সালের প্রাথমিক টেটের ফল বেরিয়েছে। এই পরীক্ষায় পাশ করেছেন মাত্র ২.৪ শতাংশ। আর এই রেজাল্ট নিয়েই তৃণমূলকে তোপ দেগেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 2:23 PM IST
  • ২০২৩ সালের প্রাথমিক টেট উত্তীর্ণের সংখ্যা মাত্র ৬ হাজার
  • পাশের হার মাত্র ২.৪ শতাংশ
  • কম পাশের হার নিয়ে তোপ সুকান্তের

২০২৩ সালের প্রাথমিক টেটের পাশের হার মাত্র ২.৪ শতাংশ। আর এত কম কৃতকার্যের হার নিয়েই রাজ্য সরকারকে বিঁধেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

তিনি বলেন, 'টেটের এই টু পয়েন্ট সামথিং পাশ করা, এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে অনেক বেশি পাশ করত। হঠাৎ করে কেন ২ পার্সেন্ট হয়ে গেল?'

এর পর তাঁর প্রশ্ন, 'তাহলে কি আগেরগুলোতে জল মেশানো হয়েছিল, নাকি এবারেরটা চেপে দেওয়া হল? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বাংলার মানুষ খুঁজছে, বেকার যুবক সমাজ খুঁজছে।'

তাঁর মতে, সরকার বেকার যুবকদের চাকরি দেব না। সেটার জন্যই এমন করা হল।

প্রসঙ্গত, ২০২২ সালে টেট পাশ করেছিলেন ৫৭ হাজার। সেখানে ২০২৩ সালের প্রাথমিক টেট উত্তীর্ণের সংখ্যা মাত্র ৬ হাজার ৭৫৪ জন। আর এই পাশের হার নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এমনকী পরীক্ষার্থিদের মধ্যেও ক্ষোভ দানা বেঁধেছে। তাঁরা একের পর এক তোপ দাগছে তৃণমূল সরকারের বিরুদ্ধে।  

টেটের ফল


জবাব দিয়েছে তৃণমূল
যদিও সুকান্ত মজুমদারের এই কথার জবাব দিতে দেরি করেনি তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা তোপ দেগেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। জয়প্রকাশের অভিযোগ, দীর্ঘদিন শিক্ষাকতা করেছেন সুকান্ত। তিনি কী ভাবে কথা বলেন। এই লজিকে কি সত্যিই শিক্ষাব্যবস্থা চলে? আগের পরীক্ষায় কতজন পাশ করছেন, সেটা মাথায় রেখে কি ফলপ্রকাশ কোথায় করা হয়? এর পাশাপাশি তিনি সুকান্তের নানা অভিযোগকে অবাস্তব বলে অ্যাখ্যা দিয়েছেন। 

দীর্ঘ প্রতিক্ষার পর বেরল ফল
২০২৩ সালের ২৪ ডিসেম্বর পরীক্ষা নিয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারই ফলাফল বেরল ২৪ সেপ্টেম্বর ২০২৫। এই পরীক্ষার জন্য রেজিস্টার করেছিলেন ৩,০৯,০৪৫ জন। পরীক্ষায় বসেছিলেন ২,৭৩,১৪৭ জন। আর সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন ৬,৭৫৪ জন। অর্থাৎ মাত্র ২ শতাংশের কিছু বেশি মানুষ পরীক্ষায় পাশ করেছেন।

প্রথম দশে রয়েছে ৬৪ জন
এই পরীক্ষার প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৬৪ জন পরীক্ষার্থী। প্রথম স্থান অধিকার করেছেন ইনা সিংহ। আর দ্বিতীয় স্থানে কাজল কুটি। আর তৃতীয় স্থানে রয়েছে সৌমিক মন্ডল এবং স্বর্ণেন্দু ভার। 

Advertisement


এখন সকলেরই অপেক্ষা ঠিক কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। সেই নিয়েই নানা দাবি ইতিমধ্যেই উঠে আসছে।
 

Read more!
Advertisement
Advertisement