কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫ সালের বাজেট পেশ করেছেন। বাজেটে শিক্ষাক্ষেত্রে কী কী পাওয়া গেল? অর্থমন্ত্রী ঘোষণা করেন, ভারতনেট প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকায় স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নেট পরিষেবা দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে আরও সুবিধার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি স্কুলে মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা চালু করছে সরকার।
এর ফলে পড়ুয়ারা ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করতে পারবে। আগামী পাঁচ বছরে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান এবং উদ্ভাবনকে উত্সাহিত করার জন্য ৫০ হাজার অটল টিঙ্কারিং ল্যাব তৈরি করা হবে।
এছাড়া, শিক্ষাক্ষেত্রে ‘ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প’ ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মাধ্যমে ভারতীয় আঞ্চলিক ভাষায় পড়াশোনায় জোর দেওয়া হবে। নির্মলা বলেছেন, "নিজস্ব ভাষায় বিভিন্ন বিষয় পড়া এবং বোঝার জন্য আমরা স্কুল-কলেজে ভারতীয় ভাষাপুস্তক প্রকল্প চালু করছি। এ ছাড়া, সমস্ত সরকারি মাধ্যমিক পর্যায়ের স্কুলে ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।"
এছাড়া, চিকিৎসা খাতে বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি ঘোষণা করেছেন, আগামী বছর দেশজুড়ে আরও ১০ হাজার ডাক্তারি আসন বাড়ানো হবে মেডিক্যাল কলেজগুলিতে। এছাড়াও, আগামী ৫ বছরে মোট ৭৫ হাজার ডাক্তারি আসন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সীতারামন আরও বলেন, 'মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড'-এর জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী তৈরি করার জন্য ৫টি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে।' আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গবেষণার জন্য ভারতে সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করা হবে।