জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হল না আজও। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ শুনানিতে জানান, ১৫ দিনের মধ্যে নতুন করে মেধা তালিকা তৈরি করতে হবে। নতুন করে করতে হবে প্যানেল। আগের নিয়ম অনুযায়ী মেধাতালিকা তৈরি করতে হবে রাজ্যকে।
রাজ্যকে আগের নিয়ম অনুযায়ী ৬৬টি সম্প্রদায় ও ৭ শতাংশ সংরক্ষণ মেনে নতুন করে মেধাতালিকা তৈরি করতে হবে। বিচারপতি কৌশিক চন্দ স্পষ্ট জানিয়েছেন, মেধাতালিকা ওবিসি এ ও ওবিসি বি অনুযায়ী যেভাবে তৈরি হয়েছে, সেটা অনুযায়ী ফল প্রকাশ করা যাবে না। পুরনো বাম আমলের নিয়ম ৬৬টি সম্প্রদায় ও ৭ শতাংশ সংরক্ষণ মেনেই মেধাতালিকা তৈরি করতে হবে।
গত ২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। কিন্তু ওবিসি তালিকা জটে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে ফলপ্রকাশ করতে পারছিল না বোর্ড। দিনকয়েক আগে হাইকোর্টের নির্দেশের উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই ফলপ্রকাশের রাস্তা পরিষ্কার হলেও ওবিসি জটে ফের আটকে রইল পরীক্ষার্থীদের ভবিষ্যত। তিন মাস পেরিয়েছে এখনও পরীক্ষার ফল বেরোয়নি।
গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে তারিখ ঘোষণা করেন। সেই মতো আজ, ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হবে বলে তিনি জানান। শেষমেশ তাও হয়নি। আজ হাইকোর্ট মামলার শুনানিতে নতুন মেধাতালিকা প্রকাশের সময় বেঁধে দিল।
উল্লেখ্য, ২০২৪ সালে এই মামলা হওয়ার আগে ৭ শতাংশই সংরক্ষণ ছিল। কিন্তু এখন রাজ্য সরকারের তরফে সেটা ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ করতে চাইছে। তাতেই আপত্তি করেন বিচারপতি।