Advertisement

CBSE 10th, 12th Term 2 Datesheet Released: CBSE Term 2 দশম-দ্বাদশের পরীক্ষা কবে? রইল রুটিন

CBSE Class 10th, 12th Term 2 Datesheet Released: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) টার্ম 2 বোর্ড পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। ক্লাস টেন ও টুয়েলভের জন্য ডেটশীট প্রকাশ করা হয়েছে। যে শিক্ষার্থীরা টার্ম 2 পরীক্ষায় অংশ নিতে চলেছে, তারা পরীক্ষার দিনক্ষণ বিস্তারিতভাবে দেখে নিন।

CBSE 10th, 12th Term 2 Exam Datesheet CBSE 10th, 12th Term 2 Exam Datesheet
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Mar 2022,
  • अपडेटेड 5:04 PM IST
  • CBSE টার্ম 2 বোর্ড পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে
  • ক্লাস টেন ও টুয়েলভের জন্য ডেটশিট প্রকাশ করা হয়েছে
  • ক্লাস টেনের পরীক্ষা ৫ মে থেকে ২৪ মে পর্যন্ত হবে

CBSE Class 10th, 12th Term 2 Datesheet Released: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) টার্ম 2 বোর্ড পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। ক্লাস টেন (Class 10th) ও টুয়েলভের (Class 12th) জন্য ডেটশিট (Datesheet) প্রকাশ করা হয়েছে। যে শিক্ষার্থীরা টার্ম 2 পরীক্ষায় অংশ নিতে চলেছে, তারা পরীক্ষার দিনক্ষণ বিস্তারিতভাবে দেখে নিন। ক্লাস টেনের পরীক্ষা ৫ মে থেকে ২৪ মে পর্যন্ত হবে এবং টুয়েলভের পরীক্ষা ২৬ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের তাদের পরীক্ষার ডেটশিটের একটি প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে হবে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন প্রকাশিত হয়েছে। মণ হবে কোভিড বিধিও। কী কী বিধি মানা হবে তাও ডেটশিটে বিস্তারিতভাবে বলা আছে।

ক্লাস টেনের ডেটশিট 

আরও পড়ুন

ক্লাস টুয়েলভের ডেটশিট 

মাস্ক, স্যানিটাইজার নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। জলের বোতল এবং স্যানিটাইজার স্বচ্ছ বোতলে আনতে হবে।

 

Read more!
Advertisement
Advertisement