সিবিএসই দশম শ্রেণির ফল প্রকাশিত। এবছর সিবিএসই দশমে পাশের হার ৯৩.৬৬ শতাংশ। পাশের হারের নিরিখে শীর্ষে তিরুঅনন্তপুরম। ফল দেখতে ক্লিক করুন এসব লিঙ্কে।
কোন কোন সাইটে রেজাল্ট দেখবেন?
bseresults.nic.in, cbse.gov.in, digilocker.gov.in এই সাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। রেজাল্ট দেখা যাবে UMANG App-এ।
কীভাবে রেজাল্ট দেখবেন?
* বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন।
* রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
* সাবমিট, ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে।
এ বছর ১৮ লক্ষেরও বেশি পড়ুয়া সিবিএসই দশমের পরীক্ষায় বসেছিল। পরীক্ষা চলেছিল ১৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত। সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
CBSE দ্বাদশের ফল
মঙ্গলবার সিবিএসই দ্বাদশের ফলও প্রকাশ করা হয়েছে। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। সেখানে পাশের হার ৯৯.৬০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে তিরুঅনন্তপুরম, পাশের হার ৯৯.৩২ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই, সেখানে পাশের হার ৯৭.৩৯ শতাংশ। এ বছর ১৬ লক্ষেরও বেশি পড়ুয়া সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল।