সিবিএসই-তে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা পদ্ধতিতে বদল আনার কথা ভাবা হচ্ছে। বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্সের মতো বিষয়ে পরীক্ষা পদ্ধতিতে বদল আনা হতে পারে। জানা গিয়েছে, নবম-দশমে বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্সে ২টি বিভাগ চালু করা হতে পারে। এমনই পরিকল্পনা করছে সিবিএসই। দশম শ্রেণির গণিতের মডেলকে অনুসরণ করেই এমন পরিকল্পনা করা হচ্ছে বলে খবর।
জানা গিয়েছে, সম্প্রতি সিবিএসই-র কারিকুলাম কমিটির বৈঠকে এই প্রস্তাপ উত্থাপন করা হয়েছে। বোর্ডের গভর্নিং বডি অনুমোদন দিলেই প্রস্তাব কার্যকর করা হতে পারে।
প্রসঙ্গত, পরীক্ষার্থীদের উপর চাপ কমাতে গণিত পরীক্ষায় ২টি বিভাগ শুরু করা হয়েছে। সেই ২টি বিভাগ হল স্ট্যান্ডার্ড লেভেল ও বেসিক লেভেল। যেসব পড়ুয়া উচ্চমাধ্যমিক স্তরে অঙ্ক নিয়ে পড়তে চায় তাদের স্ট্যান্ডার্ড লেভেল পরীক্ষায় বসতে হবে। যারা উচ্চমাধ্যমিকে আর অঙ্ক নিয়ে পড়তে চায় না, তাদের বেসিক লেভেল পরীক্ষা দিলেই চলবে। মূলত ভীতি কাটাতে পরীক্ষা ২টি ভাগে ভাগ করা হয়েছে।
গণিতের এই মডেলের কায়দাতেই এবার নবম-দশমে বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্সে ২টি বিভাগ চালু করা হতে পারে। পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখেই এটা করা হতে পারে। তবে এখনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।