Advertisement

Centre Scraps No Detention Policy: বড় খবর! পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরল পাশ-ফেল, 'No Detention Policy' শেষ

কেন্দ্র, পঞ্চম এবং অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য 'নো ডিটেনশন পলিসি' বাতিল করেছে। তবে পাশাপাশি প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও শিশুকে কোনও স্কুল থেকে বহিষ্কার করাও যাবে না, এই আইনও আনা হয়েছে।

বড় খবর! পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরল পাশ-ফেল, 'No Detention Policy' শেষ। AI Generated Image
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Dec 2024,
  • अपडेटेड 5:40 PM IST

Centre Scraps No Detention Policy: পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল প্রথা। এর আগে চালু থাকা অষ্টম শ্রেণি পর্যন্ত ফেল না করানোর নীতি প্রত্যাহার করে নিল কেন্দ্র। এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণিতে পরীক্ষা হবে। পরীক্ষায় পাশ করতেই হবে। না পারলে আরেকবার সুযোগ মিলবে। ২ মাসের মধ্যে ফের পরীক্ষা নিতে হবে স্কুলকে। তারপরও না পারলে উঁচু ক্লাসে উত্তীর্ণ করা হবে না।পড়াশোনার মানোন্নয়নের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব। 

কেন্দ্র, পঞ্চম এবং অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য 'নো ডিটেনশন পলিসি' বাতিল করেছে। তবে পাশাপাশি প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনও শিশুকে কোনও স্কুল থেকে বহিষ্কার করাও যাবে না, এই আইনও আনা হয়েছে। অর্থাৎ যতদিন না ওই ছাত্রের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হচ্ছে এবং ওই ছাত্র বা ছাত্রী পাশ করে যাচ্ছে, ততদিন তাকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে রাখতে হবে। এই নয়া নিয়মে শিক্ষক ও ছাত্র উভয়কেই বাড়তি দায়িত্ব নিতে হবে বলে সচিব মনে করেন।

এর আগে ২০১৯ সালেই শিক্ষার অধিকার আইনে পাশ-ফেল সংক্রান্ত সংশোধনী এনে বিলটি পাশ হয় রাজ্যসভায়। সংসদের উভয় কক্ষেই সংশোধনী বিলটি পাশ হয়। তখন পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পরীক্ষার পদ্ধতি ফিরিয়ে আনতে পারার অধিকার ফিরিয়ে দেওয়া হয় রাজ্যগুলিকে।

কিন্তু তবে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনা হবে কি না তা নিয়ে রাজ্যগুলির মধ্যে ভিন্ন মত ছিল। তাই সংশোধিত আইনে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা চালু করা হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যগুলির হাতে ছেড়ে দেয় কেন্দ্র। তবে শুরু থেকেই পশ্চিমবঙ্গ ওই দুই শ্রেণিতে পরীক্ষাব্যবস্থা তথা পাশ-ফেল ফিরিয়ে আনার পক্ষপাতী ছিল। অবশেষে কেন্দ্রীয় সরকার সার্বিকভাবে নিয়ম বদলে দিল।
 

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement