Advertisement

Cobra Venom: কোবরার বিষ কতটা বিপজ্জনক? জেনে নিন কাউকে কামড়ালে কী হয়

Cobra Unknown Facts: কোবরার বিষ সম্পর্কে অনেক ধারণা রয়েছে মানুষের। যার মধ্যে অনেক ভুল ধারণাও র‍য়েছে। তবে সাপ, বিশেষত কোবরা নিয়ে মানুষের জিজ্ঞাসা ও কৌতূহলের শেষ নেই। 

কোবরাকোবরা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Aug 2025,
  • अपडेटेड 6:44 PM IST

ভয়ঙ্কর বিষধর সাপের মধ্যে অন্যতম কোবরা। এর নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠেন অনেকেই। বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি হল কোবরা। দেখতেই বিশালাকার। কোবরার বিষ সম্পর্কে অনেক ধারণা রয়েছে মানুষের। যার মধ্যে অনেক ভুল ধারণাও র‍য়েছে। তবে সাপ, বিশেষত কোবরা নিয়ে মানুষের জিজ্ঞাসা ও কৌতূহলের শেষ নেই। 

প্রাণঘাতী ক্ষমতা

কোবরা ভারত সহ দক্ষিণ এশিয়ার নানা অঞ্চলে বিস্তৃত। কোবরার বিষ সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। জেনে নিন এর সত্যতা কী। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি প্রতিবেদন অনুসারে, কোবরার বিষ অন্যান্য সাপের চেয়ে বেশি বিপজ্জনক নয়। কিন্তু, যখন কোবরা অন্য প্রাণীর শরীরে এটি প্রবেশ করায়, তখন এর পরিমাণ খুব বেশি হয়। সাধারণ কোবরার বিষে রয়েছে প্রাণঘাতী ক্ষমতা। 

কোবরার বিষ কতটা ভয়ঙ্কর? 

প্রতিবেদন অনুসারে, কোবরা একবারে এত বেশি বিষ ছাড়ে যে, এটি ২০ জনকে হত্যা করতে পারে। এছাড়া, একটি হাতিও তাদের একটি কামড়ের কারণে মারা যেতে পারে। কোবরা যদি কোনও মানুষকে কামড়ায়, তবে এর বিষ মস্তিষ্কে প্রভাব ফেলে। এর পরে, শ্বাস বন্ধ হয়ে যায় এবং হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।

কোবরা ও কিং কোবরা কি এক?

অনেকের অজানা, কোবরা একটি মাত্র সাপ নয়। এর নানা প্রজাতি রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল 'কিং কোবরা'। তবে এই দুই সাপ একই গোত্রের না। দুটি সম্পূর্ণ আলাদা প্রজাতির। কিং কোবরা, সাধারণ কোবরার চেয়ে আকারে বড়। তাদের গঠন, আচরণ, বিষের ক্ষমতা এবং খাদ্যাভ্যাস, সব কিছুতেই রয়েছে বিস্তর ফারাক। কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ। এরা লম্বায় ১৮ ফুট পর্যন্ত হয়। অন্যদিকে সাধারণ কোবরা ৬ থেকে ৮ ফুট পর্যন্ত লম্বা হয়।


 

Read more!
Advertisement
Advertisement