কারও সঙ্গে কথা বলার সময় আমরা প্রত্যেকেই চেষ্টা করি সেই মানুষটিকে ইমপ্রেস করতে বা তাঁর কাছে নিজের ভাল ভাবমূর্তি তুলে ধরতে। কিন্তু অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু করে ফেলি, যার জন্য ভাল ভাবমূর্তি তৈরি হওয়ার পরিবর্তে ইমপ্রেশান খারাপ হয়ে যায়। কখনও কথা বলার ক্ষেত্রে, কখনও আবার শরীর ভাষার মাধ্যমে হয়ে যায় ভুল। তাহলে চলুন জেনে নেওয়া যাক কারও সঙ্গে কথা বলার সময় আমাদের কোন কোন বিষয় মাথায় রাখা দরকার।
১. অনেকেই কথা বলার সময় সামনের দিকে ঝুঁকে বা হাত ক্রস করে রাখেন। কিন্ত তাতে দুর্বল মানসিকতা ধরা পড়ে। তাই কারও সঙ্গে কথা বলার সময় কখনওই সামনের ঝুঁকে বা হাত ক্রস করে কথা বলবেন না।
২. কেউ কেউ কথা বলার সময় বারেবারেই দেহের ওজন এক পা থেকে অন্য পায়ে শিফট করতে থাকেন। কিন্তু এমনটা করা উচিত নয়। কারণ এতে সামনে উপস্থিত মানুষটির মনে হতে পারে যে, ওই ব্যক্তির হয়ত কথা বলায় আগ্রহ নেই, কিংবা তিনি তাড়াতাড়ি কথা শেষ করে সেখান থেকে যেতে চাইছেন।
৩. অনেকেই কথা বলার সময় নিজের মোবাইল স্ক্রিনে ব্যস্ত থাকেন। তবে এটি করা ঠিক নয়। কারণ এমনটা করলে যিনি কথা বলছেন তাঁর অস্বস্তি হয় এবং তিনি খোলা মনে কথা বলতে পারেন না। ফলে কথা অসম্পূর্ণ থেকে যায়।
৪. কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন। কারণ তেমনটা না করলে মনে হতে পারে যে আপনি হয়ত সেখান থেকে পালাতে চাইছেন বা কোনও মিথ্যা কথা বলছেন।
৫. এমনিতে হাসিমুখে কথা বলা ভাল। তবে বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টরা বলছেন, অকারণে হাসবেন না। তাতে যিনি কথা বলছেন তাঁর মনে হতে পারে যে আপনি সেই কথা নিয়ে রসিকতা করছেন।
৬. কেউ কেউ কথা বলার সময় বারেবারে হাত দিয়ে চুল ঠিক করেন। তবে ইমপ্রেশান ঠিক রাখার জন্য এমনটাও করা উচিত নয়।
আরও পড়ুন - ২০২৩-এর শুরুতেই ৩ রাশির ব্যাপক অর্থযোগ, মালামাল হওয়ার সম্ভাবনা