Advertisement

বেশি দামে বই, ইউনিফর্ম নয়, বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ

তাদের নিজস্ব দোকান থেকে বই এবং ইউনিফর্ম কিনতে অভিভাবকদের বাধ্য করতে পারবে না বেসরকারি স্কুলগুলি। জানালেন সিসোদিয়া।

স্কুল কাছ থেকে পোশাক ও বই কেনা বাধ্যতামূলক নয় দিল্লিতে। স্কুল কাছ থেকে পোশাক ও বই কেনা বাধ্যতামূলক নয় দিল্লিতে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2022,
  • अपडेटेड 8:07 PM IST
  • স্কুলের নিজস্ব দোকান থেকে ইউনিফর্ম ও বই কেনা বাধ্যতামূলক নয়।
  • দিল্লিতে জারি নির্দেশিকা।
  • নির্দেশ না মানলে ব্যবস্থা।

বিভিন্ন বেসরকারি স্কুল ছাত্রছাত্রীদের  ব্যাগ ও ইউনিফর্ম তাদের কাছ থেকে কিনতে বাধ্য করে। এবার এই ব্যবস্থায় বদল আনল দিল্লি সরকার। শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার জানিয়ে দিয়েছেন, পড়ুয়াদের অভিভাবকদের স্কুল থেকে বা স্কুলের ঠিক করে দেওয়া দোকান থেকে দামী বই বা ইউনিফর্ম কিনতে বাধ্য করা যাবে না। কোনও স্কুল সরকারি নির্দেশ লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।  

মণীশ সিসোদিয়ার এদিন টুইট করেন,'তাদের নিজস্ব দোকান থেকে বই এবং ইউনিফর্ম কিনতে অভিভাবকদের বাধ্য করতে পারবে না দিল্লির বেসরকারি স্কুলগুলি। প্রতিটি স্কুলকে আশেপাশের কমপক্ষে পাঁচটি দোকানের একটি তালিকা দিতে হবে। যেখান থেকে বই এবং পোশাক কেনা যাবে। সরকারি নির্দেশ ভঙ্গ করলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

দিল্লির শিক্ষা দফতর নির্দেশিকায় জানিয়েছে, বেসরকারি স্কুলগুলি অছি বা সোসাইটি দ্বারা 'না লাভ, না ক্ষতি'র মডেলে চলে। তাই লাভ ও বাণিজ্যিকীকরণ করতে পারে না স্কুলগুলি। অভিভাবকদের তাঁদের পছন্দ মতো যে কোনও জায়গা থেকে বই বা পড়াশোনার উপকরণ এবং ইউনিফর্ম কেনার স্বাধীনতা দিতে হবে বেসরকারি স্কুলগুলিকে। 

আরও পড়ুন

নির্দেশিকায় স্কুলগুলিকে পরবর্তী সেশনের জন্য বইয়ের ক্লাস-ভিত্তিক তালিকা এবং ইউনিফর্ম কেমন হবে, তা স্কুলের ওয়েবসাইটে আগাম জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্কুলগুলিকে আরও নির্দেশ, স্কুলের কাছাকাছি অন্তত পাঁচটি দোকানের নাম, ঠিকানা এবং টেলিফোন নম্বর দিতে হবে তালিকায়। যাতে সেখান থেকে বই এবং ইউনিফর্ম কিনতে সুবিধা হয় পড়ুয়াদের অভিভাবকদের।

Read more!
Advertisement
Advertisement