
Digital India Corporation Recruitment 2026: গ্রাফিক ডিজ়াইনিং নিয়ে আগ্রহ? কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় মিলতে পারে কাজের সুযোগ। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC)-এ গ্রাফিক ডিজ়াইনার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের শেষে সেই নোটিফিকেশনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হল। কেন্দ্রের ‘মাই গভর্নমেন্ট’ প্রকল্পের জন্য এই নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। প্রথমে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে কাজের প্রয়োজন ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ফলে স্থায়ী কাজের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না।
আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাফিক ডিজ়াইন, ভিস্যুয়াল আর্টস অথবা কমিউনিকেশন ডিজ়াইনে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থী যে কোনও বিষয়ের স্নাতক বা স্নাতকোত্তর হলেও আবেদন করতে পারবেন, তবে গ্রাফিক ডিজ়াইন সংক্রান্ত কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
প্রার্থীর কাজের দায়িত্বও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সামাজিক মাধ্যমের জন্য আকর্ষণীয় ডিজ়াইন তৈরি, বিভিন্ন ডিজিটাল ক্যাম্পেনের ভিজ়ুয়াল পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনডিজ়াইন, আফটার ইফেক্টস এবং ফটোশপে দক্ষতা থাকা আবশ্যিক। কম সময়ের মধ্যে নতুন ও সৃজনশীল ডিজ়াইন তৈরির ক্ষমতা থাকতে হবে। পাশাপাশি সরকারি পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা, নতুন কিছু শেখার আগ্রহ এবং দলগতভাবে কাজ করার মানসিকতাও প্রয়োজন।
এ ছাড়াও ডিজ়াইন সিস্টেম ও ব্র্যান্ড গাইডলাইন তৈরি ও রক্ষণাবেক্ষণ, সামাজিক মাধ্যমের নতুন ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা এবং বিভিন্ন টিমের সঙ্গে সমন্বয় রেখে গল্প বলার ধরনে ক্যাম্পেন তৈরি করাও দায়িত্বের মধ্যে পড়ছে।
আবেদন করতে হলে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট (https://dic.gov.in/) এ যেতে হবে। হোমপেজ থেকে ‘নোটিফিকেশন’ এবং ‘ওপেনিংস’ বিভাগে গেলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। এই তারিখের পর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলি, যোগ্যতা এবং অন্যান্য তথ্য জানতে ডিআইসি-র ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আপনাদের সুবিধার্থে সরাসরি আবেদন সংক্রান্ত লিঙ্কও দেওয়া হল- https://dic.gov.in/jobs/graphic-designer-9/।