রাজ্যে একের পর এক হাসপাতাল তৈরি হয়েছে। তবে চিকিৎসকের আকাল। এমতাবস্থায় ইঞ্জিনিয়ারদের মতো ডাক্তারদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক ও শিল্পকর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ইঞ্জিনিয়ারদের মতো ডাক্তারদেরও একটা ডিপ্লোমা কোর্স আমরা চালু করার কথা ভাবনাচিন্তা করা যায়। মুখ্যমন্ত্রীর এহেন পরামর্শকে 'অবৈজ্ঞানিক' বলে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,'চরম বিপর্যয় নেমে আসবে।'
রাজ্যে চিকিৎসকের সংকট মেটাতে এ দিন মুখ্যমন্ত্রী বলেন,'ইঞ্জিনিয়ারদের মতো ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো। তাহলে অনেক ছেলেমেয়ে ডাক্তারি কোর্সে সুযোগ পাবে। যে সব ডাক্তার পাচ্ছি তাঁদের প্রশিক্ষণ দিতে লাগে ৫ বছর। এতে অনেকটা সময় যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের আমরা কাজে লাগাই। তবে তাঁদের পড়াশুনো করতে হয়, পরীক্ষা দিতে হয়। এর পাশাপাশি যদি একটা ডিপ্লোমা কোর্স করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়োগ করা যেতে পারে। এতে ভালো ফল মিলবে।'
মুখ্যমন্ত্রী আরও বলেন,'আমরা ডিপ্লোমা কোর্স শুরু করতে পারি। এটা খতিয়ে দেখুন। ডিপ্লোমা ট্রেনিং হাসপাতালগুলিতে দিতে পারো। বড় বড় সেমিনার হল, সরকারি কনভেনশন হল আছে, সেখানেও প্রশিক্ষণ দিতে পারো। অধ্যাপক ডাক্তাররা ট্রেনিং দেবে।'
সিনিয়র নার্সদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কাজে লাগানো যেতে পারে বলে অনেক আগেই প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী এ দিন জানান,'সিনিয়র নার্সদের প্রোমোশন দিয়ে ডাক্তার তো বলতে পারবে না, সেমি ডাক্তার বলতে পারো। ডাক্তাররা রোগী দেখে নার্সদের বলে দেন। কাজটা করেন নার্সরাই। যে নার্সদের অবসর নিতে ৫-৬ বছর বাকি বা ১০ বছর বাকি তাঁদের কাজে লাগানো যেতে পারে। আইনি বিষয় খতিয়ে দেখো। স্যালাইন দেওয়া, অক্সিজেন দেওয়া ও জীবনদায়ী ওষুধ দিয়ে তাঁরা প্রাথমিক চিকিৎসা তো করতে পারে।'
আরও পড়ুন- অফিসের চাপ, পরিবারে ঝামেলা, সুখ খুঁজে নেবেন কীভাবে? গৌরগোপালের ৫ টিপস
রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে মুখ্যমন্ত্রীর পরামর্শ,'হাসপাতাল বাড়ছে, শয্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, যদি তোমরা একটা ডিপ্লোমা করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজে লাগাও, এরা ভালো রেজাল্ট দেবে। একটা কমিটি করো। এই প্রস্তাবে সকলের পরামর্শ নাও। আমি সময় নষ্ট করতে চাই না। এতে কর্মসংস্থানও সৃষ্টি হবে।'