Advertisement

DSSSB Primary Teacher Recruitment: প্রাইমারি টিচার নিয়োগ! ১,১৮০টি শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন শুরু শীঘ্রই

DSSSB Primary Teacher Recruitment: প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB)। মোট ১,১৮০টি শূন্যপদ রয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৫।

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর।প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 11:15 AM IST
  • প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB)।
  • মোট ১,১৮০টি শূন্যপদ রয়েছে।
  • আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে।

DSSSB Primary Teacher Recruitment: প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB)। মোট ১,১৮০টি শূন্যপদ রয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৫। শুধুমাত্র অনলাইনে, DSSSB-র সরকারি ওয়েবসাইট dsssb.delhi.gov.in এ আবেদন করা যাবে। bangla.aajtak.in এর এই প্রতিবেদনে কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত, পরীক্ষার ধরন কেমন, কোন সিলেবাস থেকে প্রশ্ন আসবে, সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। প্রতিবেদনের শেষে অফিসিয়াল PDF যোগ করা হল। 

কোন পদে নিয়োগ?
মূলত অ্যাসিস্ট্যান্ট টিচার (Primary) পদে এই নিয়োগ করা হবে। দিল্লির শিক্ষা দফতর ও নিউ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে নিয়োগ হবে। অর্থাৎ, এই নিয়োগের মাধ্যমে দিল্লির বিভিন্ন প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ হবে। তবে যে কোনও রাজ্যের বাসিন্দাই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে।

আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হলে প্রার্থীদের DSSSB র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তার পর ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। যাঁরা আবেদন করবেন, তাঁদের অবশ্যই আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুঁটিয়ে দেখে নিতে হবে।

একনজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী

  • নিয়োগকারী সংস্থা: দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (DSSSB)

  • মোট শূন্যপদ: ১১৮০

  • পদ: অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি)

  • আবেদনের শুরু: ১৭ সেপ্টেম্বর ২০২৫

  • আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

  • আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইন (dsssb.delhi.gov.in)

  • কর্মস্থল: দিল্লি

  • নোটিফিকেশন Download করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন: View PDF

    প্রাথমিক স্তরে শিক্ষকতার চাকরি খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য এটি বড় সুযোগ হতে পারে। তাই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে বিস্তারিত জানতে পারেন।  

    Read more!
    Advertisement
    Advertisement