Advertisement

Interview Tricky Questions : হাতির শুঁড়ে কত জল ধরে? রইল উত্তর

Tricky Interview Questions : ইন্টারভিউতে কখনও কখনও এমনও প্রশ্ন করা হয়, যা প্রার্থীকে বিভ্রান্ত করে। আসলে, এই প্রশ্নগুলি প্রার্থীর আত্মবিশ্বাস এবং তাঁর উপস্থিতবুদ্ধি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করা হয়। তাই ভয় না পেয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সেইসমস্ত প্রশ্নের উত্তর দেওয়া উচিত প্রার্থীর। কিন্তু প্রশ্নগুলো এতই জটিল হয় যে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর। 

হাতিহাতি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 26 Apr 2022,
  • अपडेटेड 1:24 PM IST
  • সরকারি চাকরির গুরুত্বপূর্ণ ধাপ ইন্টারভিউ
  • প্রার্থীদের বিভ্রান্ত করতে ধরা হয় বিবিধ প্রশ্ন
  • রইল তেমনই কিছু প্রশ্নের নমুনা

যদি কেউ সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে তাঁর কাছে পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ পাশ করাও সমান গুরুত্বপূর্ণ। ইন্টারভিউতে কখনও কখনও এমনও প্রশ্ন করা হয়, যা প্রার্থীকে বিভ্রান্ত করে। আসলে, এই প্রশ্নগুলি প্রার্থীর আত্মবিশ্বাস এবং তাঁর উপস্থিতবুদ্ধি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করা হয়। তাই ভয় না পেয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সেইসমস্ত প্রশ্নের উত্তর দেওয়া উচিত প্রার্থীর। কিন্তু প্রশ্নগুলো এতই জটিল হয় যে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন। চলুন জেনে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর। 

প্রশ্ন - মৃতদের আদমশুমারি পরিচালনাকারী প্রথম রাজ্য কোনটি?
উত্তর - কর্ণাটক।

প্রশ্ন - ভারতে মোবাইলের ব্যবহার কবে শুরু হয়?
উত্তর - ৩১ জুলাই ১৯৯৫। 

আরও পড়ুন

প্রশ্ন - কোন মাছ এক চোখ খুলে ঘুমায়?
উত্তর - ডলফিন।

প্রশ্ন - কোন শহরে গোটা বিশ্বের জনসংখ্যা ধরে যাবে?
উত্তর - লস এঞ্জেলেস।

প্রশ্ন - ভারতে আসা ইংরেজদের প্রথম জাহাজ কোনটা ছিল?
উত্তর - ভারতে আসা প্রথম ব্রিটিশ জাহাজটি ছিল রেড ড্রাগন

প্রশ্ন - বিশ্বে সবচেয়ে সস্তায় বিদ্যুৎ পায় কোন দেশ?
উত্তর - কাতার।

প্রশ্ন - হাতির শুঁড়ে কত লিটার জল রাখা যায়?
উত্তর - হাতি নিজের শুঁড়ে প্রায় ৫ লিটার জল রাখতে পারে। 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বাঁকুড়ার জয়পুরের,ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুরে বা উত্তরবঙ্গের জঙ্গলে হাতি দেখা যায়। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে মাঝেমধ্যেই হাতির হামলার মৃত্যুর খবরও পাওয়া যায়। এছাড়া বিভিন্ন জঙ্গলে হাতি এলিফ্যান্ট সাফারিরও ব্যবস্থা আছে। এখানে একটা কথা অবশ্য বলে রাখা দরকার যে, হাতির স্মৃতিশক্তিও খুবই প্রখর।  


 

Read more!
Advertisement
Advertisement