Advertisement

Interview Questions : ভারতের কোন রাজ্যে সবচেয়ে প্রথম সূর্যোদয় হয়? উত্তর জেনে নিন

সরকারি চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি পরীক্ষা করে দেখার জন্য বিভিন্ন প্রশ্ন ঘুরিয়েও ধরা হয়। অনেক সময় এমনকিছু প্রশ্ন করা হয় যা, সিলেবাসেও থাকে না। চলুন জেনে নেওয়া যাক, তেমনই কিছু প্রশ্ন-উত্তর। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Apr 2022,
  • अपडेटेड 12:14 PM IST
  • অনেকেই পেতে চান সরকারি চাকরি
  • তার জন্য চলে প্রস্তুতি
  • রইল ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন

Interview Tricky Questions : আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এটা নিশ্চয় জানেন যে, শুধু লেখা পরীক্ষা পাশ করলেই হবে না, উত্তীর্ণ হতে হবে ইন্টারভিউতেও। সেই ইন্টারভিউগুলিতে পরীক্ষার্থীদের উপস্থিত বুদ্ধি পরীক্ষা করে দেখার জন্য বিভিন্ন প্রশ্ন ঘুরিয়েও ধরা হয়। অনেক সময় এমনকিছু প্রশ্ন করা হয় যা, সিলেবাসেও থাকে না। চলুন জেনে নেওয়া যাক, তেমনই কিছু প্রশ্ন-উত্তর। 

প্রশ্ন - কোন প্রাণীর ৫টি চোখ থাকে?
উত্তর - মৌমাছির পাঁচটি চোখ আছে। ২টি বড় এবং ৩টি ছোট।

প্রশ্ন - বাচ্ছার জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয় কোন প্রাণীর?
উত্তর - বাচ্ছার জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয় বিছের। 

প্রশ্ন - টাকায় গান্ধীজির ছবি কত সালে আসে?
উত্তর - ১৯৬৯ সালে ১০০ টাকার নোটে প্রথম গান্ধীজির ছবি আনা হয়। 

প্রশ্ন - ভারতে সবচেয়ে প্রথমে সূর্যোদয় কোন রাজ্যে হয়?
উত্তর - অরুণাচলপ্রদেশ। 

প্রশ্ন - কোন প্রাণী ৩ বছর ঘুমায়?
উত্তর - সামুদ্রিক শামুক তিন বছর ঘুমায়।

প্রশ্ন - বিশ্বের কোন দেশ প্রথম প্লাস্টিক নোট জারি করেছিল?
উত্তর - অস্ট্রেলিয়া প্রথম প্লাস্টিক নোট জারি করে। 

প্রশ্ন - কে ৬৭ বছর ধরে স্নান করেননি?
উত্তর - ইরানের বাসিন্দা আমো জাজি ৬৭ বছর ধরে স্নান করেননি।

আরও পড়ুনফুসফুস-লিভার পুরোপুরি নষ্ট করে ম্যালেরিয়া, জানুন উপসর্গ ও বাঁচার উপায়

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement