Advertisement

High Salary Government Jobs: এই ৪ সরকারি চাকরি অনেকেরই নজর এড়িয়ে যায়, পেলে মোটা মাইনে

আজকাল বহু তরুণ-তরুণী মোটা মাইনের কর্পোরেট চাকরি ছেড়ে সরকারি চাকরির স্বপ্ন দেখেন। কারণ, সরকারি চাকরি মানেই শুধু স্থায়িত্ব নয়, সম্মান, সামাজিক মর্যাদা ও নানান সুযোগ-সুবিধার নিশ্চয়তা। তাই লক্ষ লক্ষ পরীক্ষার্থী দিনরাত এক করে UPSC, SSC কিংবা ব্যাংকের মতো পরীক্ষার প্রস্তুতি নেন।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Jan 2026,
  • अपडेटेड 1:16 PM IST
  • আজকাল বহু তরুণ-তরুণী মোটা মাইনের কর্পোরেট চাকরি ছেড়ে সরকারি চাকরির স্বপ্ন দেখেন।
  • কারণ, সরকারি চাকরি মানেই শুধু স্থায়িত্ব নয়, সম্মান, সামাজিক মর্যাদা ও নানান সুযোগ-সুবিধার নিশ্চয়তা।

আজকাল বহু তরুণ-তরুণী মোটা মাইনের কর্পোরেট চাকরি ছেড়ে সরকারি চাকরির স্বপ্ন দেখেন। কারণ, সরকারি চাকরি মানেই শুধু স্থায়িত্ব নয়, সম্মান, সামাজিক মর্যাদা ও নানান সুযোগ-সুবিধার নিশ্চয়তা। তাই লক্ষ লক্ষ পরীক্ষার্থী দিনরাত এক করে UPSC, SSC কিংবা ব্যাংকের মতো পরীক্ষার প্রস্তুতি নেন। কিন্তু বাস্তবটা হল, এই পরিচিত পরীক্ষাগুলোর বাইরেও এমন কিছু সরকারি নিয়োগ আছে, যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, অথচ নির্বাচিত হলে বেতন ও সুবিধা সত্যিই তাক লাগানোর মতো।

চলুন, এমনই কয়েকটি কম-চর্চিত কিন্তু উচ্চবেতনের সরকারি চাকরি সম্পর্কে সহজ ভাষায় জেনে নেওয়া যাক।

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা (ESE)
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরিচালিত ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা দেশের অন্যতম মর্যাদাপূর্ণ টেকনিক্যাল পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে রেলওয়ে, প্রতিরক্ষা, বিদ্যুৎ দপ্তর, CPWD-সহ বিভিন্ন কেন্দ্রীয় বিভাগে গ্রুপ ‘এ’ অফিসার নিয়োগ করা হয়। শুরুতেই একজন ইঞ্জিনিয়ারের মাসিক বেতন সাধারণত ৭০ হাজার টাকার বেশি হয়। অভিজ্ঞতা ও পদোন্নতির সঙ্গে সঙ্গে তা ২ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে।

সহকারী সেকশন অফিসার (ASO)
সহকারী সেকশন অফিসার পদটি খুব একটা আলোচনায় না এলেও এই চাকরির গুরুত্ব ও প্রভাব যথেষ্ট বেশি। গ্রুপ ‘বি’ ক্যাডারের অন্তর্গত এই পদে কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরে নীতি নির্ধারণ, ফাইল পরিচালনা ও প্রশাসনিক কাজের দায়িত্ব থাকে। অভিজ্ঞতার ভিত্তিতে মোট বেতন ও ভাতা মিলিয়ে মাসিক আয় দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

আরবিআই গ্রেড-বি অফিসার
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রেড-বি অফিসার পদটি বর্তমানে তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। এটি মূলত নীতি-স্তরের একটি চাকরি, যেখানে দেশের আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এই পদের শুরুতেই মাসিক বেতন প্রায় ৭৭ হাজার টাকা, যা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে দেড় লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে।

SEBI ও NABARD গ্রেড-A
আর্থিক খাতে সরকারি চাকরি করতে ইচ্ছুকদের জন্য SEBI ও NABARD গ্রেড-A পদ দারুণ সুযোগ। SEBI গ্রেড-A অফিসাররা দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন এবং তাঁদের মাসিক বেতন প্রায় ১.১ থেকে ১.৩ লক্ষ টাকা। অন্যদিকে, NABARD গ্রেড-A অফিসাররা গ্রামীণ উন্নয়ন ও কৃষি অর্থায়নের সঙ্গে যুক্ত থাকেন, যেখানে মাসিক আয় ৯০ হাজার থেকে ১.০৫ লক্ষ টাকার মধ্যে।

Advertisement

সব মিলিয়ে বলা যায়, সরকারি চাকরি মানেই শুধু পরিচিত কয়েকটি পরীক্ষা নয়। একটু খোঁজ নিলেই এমন বহু সুযোগ সামনে আসে, যেগুলো তুলনামূলক কম আলোচিত হলেও বেতন, সম্মান ও কাজের দিক থেকে অত্যন্ত আকর্ষণীয়।
 

 

Read more!
Advertisement
Advertisement