Advertisement

HS Exam 2026 Update: আর নেওয়া যাবে না লুজ শিট, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফের নিয়ম বদল

ফের উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম বদল। পরীক্ষায় আর নেওয়া যাবে না অতিরিক্ত শিট বা লুজ শিট। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড় পরিবর্তনের এনেছে। এর কারণ হল মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখা। 

উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 1:00 PM IST

ফের উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়ম বদল। পরীক্ষায় আর নেওয়া যাবে না অতিরিক্ত শিট বা লুজ শিট। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড় পরিবর্তনের এনেছে। এর কারণ হল মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখা। 

কবে থেকে এই নিয়ম লাগু হবে?
এই নতুন নিয়মটি ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে কার্যকর হবে। এতদিন পরীক্ষার্থীরা প্রয়োজনে অতিরিক্ত পাতা নিত। এখন থেকে আর তা করা যাবে না। তার জায়গায় পরীক্ষার খাতাতেই অতিরিক্ত পৃষ্ঠা দেওয়া হবে, এতে অতিরিক্ত পাতা নেওয়ার প্রয়োজন হবে না।

এবার থেকে পরীক্ষার্থীদের ১২ পাতার (দু'পিঠ মিলিয়ে ২৪ পৃষ্ঠার) একটি মোটা উত্তরপত্র দেওয়া হবে। এর মধ্যেই পরীক্ষার্থীদের লেখা শেষ করতে হবে। তবে সংসদ জানিয়েছে, যেহেতু লিখিত পরীক্ষা ৩৫ বা ৪০ নম্বরের, তাই ২৪ পৃষ্ঠার বেশি লাগার কথা নয়।

চলতি বছরই উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে। চতুর্থ সেমেস্টারের উত্তর   সংক্ষিপ্ত ও বর্ণনামূলক। যে সব বিষয়ে প্র্যাকটিক্যাল আছে, সেখানে লিখিত পরীক্ষা হবে ৩৫ নম্বরের। অন্য বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা হবে ৪০ নম্বরের।  

Read more!
Advertisement
Advertisement